আইপিএলের শুরুতেই এল ক্লাসিকো, দেখে নেওয়া যাক দুই দলের পরিকল্পনা

0
152

নিজস্ব সংবাদদাতা, স্পোর্টস ডেস্কঃ

প্রতীক্ষার অবসান। মার্চ মাসের শেষে হতে চলা ২০২০ আইপিএল করোনার কারণে স্থগিত হয়। অবশেষে দর্শক শূন্য স্টেডিয়ামে আবু ধাবিতে হচ্ছে ২০২০ ১৩তম আইপিএল। আর আগামীকাল শনিবার আইপিএলের প্রথম ম্যাচে নামছে রোহিত শর্মার মুম্বাই ইন্ডিয়ান্স।

গতবার ফাইনালে চেন্নাইকে হারালেও, নতুন মরসুমের শুরু কোনওভাবেই ধোনির দলকে হালকাভাবে নিতে নারাজ ৪ বারের আইপিএল চ্যাম্পিয়নরা। সেই কারণে দল আরও মজবুত করেছে তারা ।

Mumbai Indians | newsfront.co

শেষ দিনের অনুশীলনে চুটিয়ে ব্যাটিং অনুশীলন সারলেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক রোহিত শর্মা। দীর্ঘ বিরতি থাকলেও ব্যাটিং স্টাইল একই রকম আক্রমণাত্মক আছে সেটা নেটে দেখা গেলো। রোহিতের সঙ্গে ব্যাটিং অনুশীলন করলেন দলের অপর তারকা ওপেনার দক্ষিণ আফ্রিকার কুইন্ট্যন ডি কক।

কেকেআর থেকে ক্রিসলিনকে নেওয়া হলেও তিনিই সম্ভবত ওপেন করবেন হিটম্যানের সঙ্গে। শেষ দিনে অনুশীলনে নিজের ব্যাটিং অনুশীলনে জোর দিলেন দলের অলরাউন্ডার হার্দিক পান্ডিয়া। বিগ হিট করতেও দেখা যায় তাকে।গতবার মুম্বইকে অনেক হারা ম্যাচ জেতান তিনি।

আরও পড়ুনঃ করোনা যোদ্ধাদের সম্মান টিম বিরাটের

শেষ দিনের অনুশীলনে নেটে নিজের মেজাজে বোলিং করলেন দলের তারকা পেস বোলার জশপ্রিত বুমরা। পুরোপুরি ছন্দেও রয়েছেন তিনি। কাঁটার মত ইয়র্কারও মারতে দেখা গেল তাকে।

CSK | newsfront.co

অন্যদিকে সুপার এল ক্লাসিকোতে নামার আগে চেন্নাই শিবির বেশ ফুরফুরে অবসর নিয়ে নিলেও ধোনির ব্যাটিং দেখতে সকলে মুখিয়ে মাহি এদিন নেট প্র্যাকটিস সারলেন মুখে সেই চেনা হাসি। দক্ষিণ আফ্রিকা ওপেনার ফাফ ডুপ্লেসিসকেও নেটে দেখা গেলো ঋতু রাজের করোনা না সারায় তাঁর সঙ্গে মুরলি বিজয় ওপেন করবেন।

আরও পড়ুনঃ ধোনি পেলেন সোনার মুকুট

এছাড়া রবীন্দ্র জাদেজা তো আছেনই.আবু ধাবির স্লো উইকেটে জাদ্দুর বল খেলতে সমস্যা হবে সেটা মনে করা হচ্ছে। একই সঙ্গে রয়েছেন পীযুষ চাওলা ও ইমরান তাহির এই ত্রিপল স্পিনার জুটির জন্য সিএসকে অনেকটা এগিয়ে দুবাইয়ের উইকেটে এমনটা মনে করা হচ্ছে।

তবে রান মেশিন রায়নাকে ছাড়া অতীতে কখনও নামেনি সিএসকে সেটাও বড় চ্যালেঞ্জ সব মিলিয়ে বড় লড়াইয়ের উপভোগ্য ম্যাচ হতে চলছে লক ডাউনের পর ক্রিকেট ফেরায়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here