ওয়েব ডেস্ক নিউজ ফ্রন্ট:
সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন (সিবিএসই) পরিচালিত সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট (সিটেট) স্থগিত রাখা হল। আগামী ৫ই জুলাই এই পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।৩০ লক্ষ পরীক্ষার্থীর ঐদিন পরীক্ষা দেওয়ার কথা ছিল।
वर्तमान परिस्थितियों को देखते हुए 5 जुलाई 2020 को #CBSE द्वारा आयोजित की जाने वाली #CTET परीक्षा को फिलहाल स्थगित करने का निर्णय लिया गया है। स्थितियाँ अनुकूल होने पर परीक्षा की अगली तिथि की घोषणा की जाएगी ।@cbseindia29 pic.twitter.com/he2X4xBIm2
— Dr. Ramesh Pokhriyal Nishank (@DrRPNishank) June 25, 2020
আজ সিবিএসই বোর্ড তাদের দ্বাদশ শ্রেণীর পরীক্ষাও স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে।
কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখড়িয়াল টুইটার মাধ্যমে বর্তমান পরিস্থিতিতে পরীক্ষা স্থগিত রাখার সিদ্ধান্ত জানান। পরিস্থিতির উন্নতি হলে আবার পরীক্ষা নেওয়া হবে বলে তিনি জানান।
আরও পড়ুন:সিবিএসই পরীক্ষা বাতিল, ঘোষণা সুপ্রিম কোর্টের
সিটেট পরীক্ষা উত্তীর্ণের জন্য শতকরা ৬০ শতাংশ নম্বর পেতে হয়। অন্যদিকে সংরক্ষিত চাকরি প্রার্থীদের জন্য কাট অফ মার্কস ৫৫ শতাংশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584