অসুস্থ শয্যাশায়ী স্বাধীনতা সংগ্রামীর পাশে সাংস্কৃতিক সংগঠন

0
66

তপন চক্রবর্তী,উত্তর দিনাজপুরঃ

Cultural committee support to ill manCultural committee support to ill man
হাসপাতালে সৃজন কথার সদস্যরা।নিজস্ব চিত্র

দেশে এখন ভোটের দামামা।সবার দৃষ্টি এখন নিবদ্ধ সেই দিকেই।কিন্ত তাতেও নিজেদের কর্তব্য ভুলে যায়নি দক্ষিণ দিনাজপুর জেলার শিল্পীদের সমন্বয়কারী সংস্থা সৃজনকথা।জেলার একমাত্র জীবিত স্বাধীনতা সংগ্রামী তপন ব্লকের কৈকুড়ি গ্রামের সোমরা ওঁরাও-এর অসুস্থতার খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ার পর আজ তাকে দেখতে এবং তার পরিবার বর্গের সাথে দেখা করার জন্য সৃজনকথার পক্ষ থেকে গিয়েছিলেন কো- অর্ডিনেটর রীনা সিংহ রায়,সদস্যা তনিমা দত্ত, অ্যানি দত্ত,বর্ণালী সিংহ রায়,মাধব রায়রা।

Cultural committee support to ill man
স্বাধীনতা সংগ্রামী সোমরা ওঁরাও।নিজস্ব চিত্র

প্রসঙ্গত গত দোসরা এপ্রিল শ্বাসকষ্ট নিয়ে বালুরঘাটে জেলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন ভারত ছাড়ো আন্দোলনে উল্লেখযোগ্য অংশগ্রহণকারী সোমরা ওঁরাও।তাঁর দৃষ্টিশক্তি ও স্মৃতিশক্তি ক্রমশ ক্ষীণ হয়ে আসছে।যদিও এখন শরীর একটু ভালো।

আরও পড়ুন: কো-অর্ডিনেশন কমিটি থেকে তৃণমূলপন্থী কর্মচারী সংগঠনে যোগ

আজ নিজে হাতে ভাত মেখে খেতে চেয়েছেন দাদু-জানালেন নাত বৌ অঞ্জলি ওঁরাও।তিনি আরও বলেন-আমরা যে এমন একজন মানুষের সেবা করতে পারছি এতেই আমরা গর্বিত।আপনারা প্রার্থনা করেন আমরা যেন ভালোমত বাড়ি নিয়ে যেতে পারি-বলতে বলতে কান্নায় ভেঙে পড়েন অঞ্জলি দেবী।

সৃজনকথার কো- অর্ডিনেটর রীনা সিংহ রায় জানান, সংবাদমাধ্যমে এই মন খারাপ করা খবরটি প্রকাশিত হতেই আমরা কর্তব্য স্থির করে নিই।তনিমা এই বিষয়ে উদ্যোগ নেওয়ার অনুরোধ জানায়।আমরা আজ সৃজনকথার সবার পক্ষ থেকে ওঁনার আরোগ্য প্রার্থনা করে ফল ও যৎসামান্য অর্থসাহায্য তুলে দিলাম।

ওনার মত মানুষের জন্য আমরা গর্বিত।এটা আমাদের অতি ক্ষুদ্র প্রচেষ্টা।সোমরা ওঁরাও-এর নাতি কার্তিক ওঁরাও বলেন-এই কদিন কাউকেই আমরা পাশে পাইনি।আজ সৃজনকথার পক্ষ থেকে পাশে দাঁড়ানোর ভরসাতে সাহস পেয়েছি।এই পাঁচহাজার টাকা দাদুর ওষুধ ও অন্য চিকিৎসার কাজে লাগবে।ওনারা যে কোন প্রয়োজনে ফোন করতে বলেছেন।আমরা ভীষন খুশী।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here