দোল উৎসব উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ক্রীড়া উৎসবের আয়োজন

0
120

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ

Cultural festival and Sports competition on occasion of holi
নিজস্ব চিত্র

পশ্চিমবঙ্গ সরকারের বিভিন্ন সামাজিক প্রকল্প কে লক্ষ্য করে দোল উৎসব উপলক্ষ্যে সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের আয়োজন করলো খালিনা দোল উৎসব কমিটি।দোল উৎসব উপলক্ষ্যে নানা জায়গায় নানা অনুষ্ঠান আয়োজন করেছে উদ্যোক্তারা।

Cultural festival and Sports competition on occasion of holi
নিজস্ব চিত্র

এবার গ্রামের আট থেকে আশি সকলকে নিয়ে গ্রামে মনোরঞ্জনের জন্য হাঁটা প্রতিযোগিতা ও আকর্ষণীয় ছদ্মবেশ প্রতিযোগিতার আয়োজন হয় খালিনাতে।পাশাপাশি সামাজিক নানা প্রকল্পকে হাতিয়ার করে বারোয়ারি মূর্তির আয়োজন খালিনা দোল উৎসব কমিটির।ক্লাবের সম্পাদক সুশান্ত ধর জানিয়েছেন-“খালিনা এলাকায় বেশিরভাগ মানুষ ১০০ দিনের কাজের উপর নির্ভরশীল।

আরও পড়ুনঃ দোলযাত্রা উপলক্ষে অন্নভোগ

Cultural festival and Sports competition on occasion of holi
ছদ্মবেশে কচিকাঁচারা।নিজস্ব চিত্র

তাই তাদের কাজকর্মকে লক্ষ্য করে বারোয়ারি মূর্তির আয়োজন।”পাশাপাশি প্রতিটি জায়গায় ছদ্মবেশের থেকে একটি ভিন্ন স্বাদের ছদ্মবেশের আয়োজন করে খালিনা এলাকার কচিকাঁচারা।ছদ্মবেশের মাধ্যমে বোঝানো হয় গণবিবাহ থেকে শুরু করে রাধাকৃষ্ণের প্রেম।খালিনা দোল উৎসব উপলক্ষ্যে বারোয়ারিতে স্থান পেয়েছে পশ্চিমবঙ্গ সরকারের অন্যতম প্রকল্প সেফ ড্রাইভ সেভ লাইফ।

বোঝানো হয়েছে হেলমেট ছাড়া গাড়ি চালালে দুর্ঘটনার সম্মুখীন হতে হয়।পাশাপাশি এই দোল উৎসব উপলক্ষ্যে প্রতিবছরের মতো এবছরও আয়োজন করা হয় বয়স্কদের হাঁটা প্রতিযোগিতা এবং লক্ষ্যভেদ থেকে নানান প্রতিযোগিতার।ক্রীড়া প্রতিযোগিতার পরে সফল প্রতিযোগীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।
সান্ধ্যকালীন অনুষ্ঠানের মাধ্যমে এই দিনের এই অনুষ্ঠান শেষ হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here