রায়গঞ্জে সাহিত্যের আসর ঘিরে সাংস্কৃতিক অনুষ্ঠান

0
55

তপন চক্রবর্তী, উত্তর দিনাজপুরঃ

রায়গঞ্জে সুপার মার্কেটের বিজয়া ভবনে কালিয়াগঞ্জ মঞ্চ একুশের উদ্যোগে কালিয়াগঞ্জ ও রায়গঞ্জের শিল্পী সাহিত্যিকদের নিয়ে সাহিত্য ও সঙ্গীতের মনোজ্ঞ আসর অনুষ্ঠিত হয়।

cultural program at Raiganj | newsfront.co
নিজস্ব চিত্র

সাহিত্য আসরের সেদিনের অনুষ্ঠানে একদিকে যেমন ছিল স্বরচিত কবিতা,প্রবন্ধ পাঠ ও আবৃত্তির অনুষ্ঠান তেমনি অন্যদিকে মনোজ্ঞ সঙ্গীতের আসরে উপস্থিত সঙ্গীত শিল্পীদের সঙ্গীতে অনুষ্ঠান অন্য মাত্রা পায়। অনুষ্ঠান শুরু হয় ঝুমা দাস ও বিজয়া রায়ের সমবেত সঙ্গীতের মধ্য দিয়ে।

অনুষ্ঠানে একক সঙ্গীত পরিবেশন করে উপস্থিত শ্রোতাদের মুগ্ধ করতে সমর্থ হয় যথাক্রমে অরুন ঘোষ, দিশিতা প্রামানিক, অদিতি ভদ্র,মৌ অধিকারী।

রায়গঞ্জের সাহিত্যের আসরে প্রাক্তন অধ্যাপিকা ডঃ মমতা কুন্ডুর “ভারতীয় দর্শন” নামক একটি গ্রন্থের উদ্বোধন হয়।গ্রন্থটির উন্মোচন করেন গৌড় বঙ্গ বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক সৌরেন বন্দোপাধ্যায়।

আরও পড়ুনঃ গোরাবাজারে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের নিয়ে ভাইফোঁটার আয়োজন

অনুষ্ঠানের সভাপতি তথা বিশিষ্ট উপন্যাসিক সুদর্শন ব্রহ্মচারী সাহিত্যের বর্তমান নিয়ে বিষদ আলোচনা করলে সবার কাছেই উপভোগ্য হয়।তিনি বলেন সাহিত্য একটি শিল্প।তাই সাহিত্যিকদের সেই ধারা বজায় রাখতে সচেষ্ট হবার প্ৰতি দৃষ্টি রেখেই সাহিত্য সৃষ্টি করার আহ্বান জানান।সাহিত্য আসরে স্বরচিত কবিতা পাঠ করেন অভিজিৎ কুমার দত্ত,যাদব চৌধরী, অনিরুদ্ধ কুন্ডু, সুমনা পাল মুখার্জী ও আশীষ সরকার।অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন একুশে মঞ্চের কর্নধার দুলাল ভদ্র।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here