কলেজের দ্বিতীয় বর্ষপূর্তিতে সাংস্কৃতিক অনুষ্ঠান

0
91

পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ

Cultural Program at Sarada Devi College
নিজস্ব চিত্র

আজ মহালয়ার শুভ লগ্নে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ সারদা দেবী কলেজ অফ এডুকেশনের দ্বিতীয় বছর পদার্পণ উপলক্ষে কলেজের ছাত্র ছাত্রীরা মিলে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আযোজন
করে।এদিনের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র পাল,উপপৌরপতি বসন্ত রায় ,৭নং ওয়ার্ডের কাউন্সিলার অমিতদেব গুপ্ত ,নাট্যপ্রেমী বিভূভষণ সাহা,
শিক্ষানুরাগী রাজেন্দ্র সরকার,সভাপতি হিসেবে ছিলেন বিমল সেন এছাডাও পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তপন দেবসিংহ
এছাডাও এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উত্তরবঙ্গ ক্রীড়া উন্নয়নের সদস্য অসীম ঘোষ,হেমতাবাদ পঞ্চায়েত সমিতির সভাপতি শেখর রায় ,কলেজের সম্পাদক শেখর গুহ ,দেবাশিষ মজুমদার,দেবব্রত দাস ,জয়শ্রী হাজরা সহ প্রমুখ বিশিষ্ট সদস্যবৃন্দএদিনের এই অনুষ্ঠানে পুরো দায়িত্ব ছিলো শিক্ষিকা কুহেলি বিশ্বাস,পিয়ালি চক্রবর্তী ও সুপ্রিয়া চক্রবর্তী ।এদিনের এই অনুষ্ঠানে উদ্বোধনী সংগীত ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা হয।এদিনে কলেজের ছাত্রী ব্রততী সাহা ও কুহেলি চাটার্জি নৃত্য পরিবেশনের মাধ্যমে সমগ্র অনুষ্ঠানের শুভরম্ভ হয়।এছাড়াও এদিন মেয়েদের মধ্যে নৃত্য পরিবেশন করে নেহা সাহা,সোলাঙ্কি কুণ্ডু ,রিয়া শিল,সুপ্রদিপ্তা কুণ্ডু ,মধুমন্তি পাল,পিয়া গুপ্তা ,রিতা বর্মন ,সুলভা সিং ও ছেলেদের মধ্যে নৃত্য পরিবেশন করে মনিরঞ্জন রায় ,রাজেশ মুর্মু ,ধনঞ্জয় দেবশর্মা সহ প্রমুখ।

আরও পড়ুন: পুজোর খরচ বাঁচিয়ে অনাথ আশ্রমের শিক্ষার্থীদের শিক্ষা সামগ্রী প্রদান

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here