মল্লভূম সাহিত্য একাডেমির সাংস্কৃতিক সন্ধ্যা

0
111

শ্যামল রায়,নদীয়াঃ

মল্লভূম সাহিত্য একাডেমির সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হলো সল্টলেকের ওকুরা ভবনে।
শতাধিক বাচিক শিল্পী ও কবিদের উপস্থিতি ছিল লক্ষণীয়।
মল্লভূম সাহিত্য একাডেমির সম্পাদক সমীর বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে প্রতিবছরের মতো এ বছরও আমরা মাল্লভূম সাহিত্য একাডেমীর সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করেছিলাম। নাচে গানে কবিতায় অনুষ্ঠানটি সমৃদ্ধ লাভ করেছিল। উপস্থিত ছিলেন সুলগ্না বন্দ্যোপাধ্যায় পূরবী রায় রিতেশ ঘোষ, ঝুমকি সেন প্রিয়াঙ্কা সেনগুপ্ত অনুপম ঘোষ অপর্ণা চৌধুরী মৃদুলা সরকার অর্পিতা দাস অলক চন্দ্র শাশ্বতী ভট্টাচার্য দিপা দাস সৌম্য দেবদাস প্রণমী বন্দ্যোপাধ্যায় পল্লবী বন্দোপাধ্যায় লোপা মুদ্রা সরকার দীপান্বিতা বসু সরকার মহুয়া বসু সরকার প্রমূখ।

নিজস্ব চিত্র

এই সাংস্কৃতিক সন্ধ্যায় মল্লভূম সংবর্ধনা পান শ্যামল চট্টোপাধ্যায় নারায়ণ মজুমদার অলক চন্দ্র, সুলগ্না বন্দ্যোপাধ্যায় ও আশীষ বসাক। আশীষ বসাক রাজ শেখর বণিক ছিলেন অনুষ্ঠানের সংগঠক।
সম্পাদক সমীর বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে মল্লভূম সাহিত্য একাডেমি মূলত কবি সাহিত্যিক শিল্পীদের সংগঠন আমরা তাদের সৃজনশীলতার মধ্য দিয়ে প্রতিভা খুঁজে বের করার চেষ্টা করি এবং যারা উপস্থিত হয়েছিলেন প্রত্যেকেই গুণীজন ও কোন ব্যক্তি। শুক্রবার রাত দশটা পর্যন্ত অনুষ্ঠানটি চলে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here