শ্যামল রায়,নদীয়াঃ
নদীয়া জেলার সুপরিচিতি সপ্তসুর সংগীত একাডেমি ও বিশিষ্ট সমাজসেবীকা বাবলি মুখার্জির উদ্যোগে কৃষ্ণনগর হাই স্ট্রীট সান্ত্বনা সেমিনার হল ঘরে সাংস্কৃতিক অনুষ্ঠান হল।উদ্বোধন করেন কৃষ্ণনগরের বিশিষ্ট সমাজসেবী অসিত কুমার সাহা। উপস্থিত ছিলেন বিশিষ্ট সাংবাদিক বিভু মুখোপাধ্যায় নাট্যকার অভিনেতা সুদীপ চট্টোপাধ্যায় অভিনেত্রী মধুমালা নাথ সহ বিশিষ্টজনেরা।
এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ছিল কবিতা পাঠ সংবর্ধনা শ্রুতি নাটক আলোচনা প্রভৃতি।অনুষ্ঠানের প্রধান কর্ণধার বিশিষ্ট সমাজ সেবিকা বাবলি মুখার্জি বলেন যে বর্তমান সমাজ সংস্কৃতিতে আমরা অনেকটাই পিছিয়ে পড়েছি।বর্তমান প্রযুক্তির দোহাই দিয়ে টিভি সিরিয়ালমুখী হয়ে পড়েছি আমরা অনেকেই তবুও তার মধ্যে দিয়েই আমাদের সাহিত্য সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে হবে এবং সমাজের জন্য কাজ করে যেতে হবে। সমাজসেবিকা বাবলি দেবী অকপটে স্বীকার করেছেন যে তিনি বাংলার বিভিন্ন প্রান্তে গরীব এবং অসহায় মানুষের পাশে দাঁড়াচ্ছেন এবং সাংসারিক ভাবে যারা অশান্তির শিকার হয়ে বিবাহ বিচ্ছেদ পর্যন্ত করতে সিদ্ধান্ত নিয়েছেন তাদের কাউন্সেলিং এর মধ্যে দিয়ে ফের শান্তিময় জীবন সংসারে ফিরিয়ে আনার উদ্যোগে তিনি অনবরত কাজ করে যাচ্ছেন।তিনি উল্লেখ করেছেন যে ইতিমধ্যে ৬৫০ টি পরিবারের ভাঙ্গনে বিবাহ বিচ্ছিন্নতা থেকে রেহাই দিয়েছেন।স্বামী স্ত্রীর
অমিলকে মিলের সন্ধানে বাস্তবায়িত করেছেন সংসারে মেলবন্ধনে অটুট আনার ক্ষেত্রে। এছাড়াও বাবলি দেবী বিভিন্ন মেধাবী ছাত্র-ছাত্রীদের স্বার্থে তাদের পাশে দাঁড়াচ্ছেন এছাড়াও সমাজের পিছিয়ে পড়া মানুষের অনবরত সুখ দুঃখের সাথী হচ্ছেন।এরকম একজন সাহিত্য চর্চা করে যাচ্ছেন সর্বমঙ্গলা দত্ত।তার উদ্যোগী মানসিকতাকে সম্মান জানিয়ে এই অনুষ্ঠানে সামিল করতে পেরে তিনি খুশি হয়েছেন জানিয়েছেন বাবলি মুখার্জি।উদ্বোধক অসিত কুমার সাহা জানিয়েছেন যে আজকের সময়ে এই ধরনের অনুষ্ঠানের খুব অভাব তবুও কিছু মানুষ আছেন যারা সাহিত্য সংস্কৃতিকে আজও বাঁচিয়ে রেখেছেন প্রশংসা করেন উদ্যোক্তাদের।
কবিতা উৎসবে উল্লেখযোগ্য কবিদের মধ্যে উপস্থিত ছিলেন কবি ত্রিলোচন ভট্টাচার্য কবি শ্যামল রায় কবি দুলাল সুর কবি শিব শঙ্কর বকশি কবি মনীষা দে ইথিকা বিশ্বাস সন্ধ্যা রং বিশিষ্ট সাংবাদিক পুলক বসু সহ একাধিক বিশিষ্ট কবি সাহিত্যিক বন্ধুরা।
অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন আহ্বায়ক সর্বমঙ্গলা দত্ত তিনি উপস্থিত সকলকে আন্তরিকভাবে অভিনন্দন জানান।সপ্তসুরের কান্ডারি বিশিষ্ট সমাজ সেবিকা বাবলি মুখার্জি উল্লেখ করেছেন যে আগামী দিন আরও এই ধরনের উৎসব তিনি সংঘটিত করবেন এবং আগামী দিন অসহায় গরীব মানুষের স্বার্থে কাজ করে যাবেন।
আরও পড়ুন: নারায়ণগড়ক ব্লক কৃষি মেলার উদ্বোধন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584