রামপুরহাটে কালভার্টের শিলান‍্যাস কৃষি মন্ত্রীর

0
57

পিয়ালী দাস, বীরভূমঃ

শুক্রবার পাড়ায় পাড়ায় সমাধানে কালভার্টের শিলান‍্যাস হল রামপুরহাট পুরসভার ৪ নং ওয়ার্ডে। কালভার্টের শিলান‍্যাস করেন রাজ‍্যের কৃষি মন্ত্রী আশীষ বন্দোপাধ‍্যায়।

agriculture | newsfront.co
নিজস্ব চিত্র

স্থানীয় বাসিন্দা আয়েশা বেগম ও বাবলি শর্মারা জানান,”কালভার্ট নিচু হওয়ার ফলে বাড়িতে নোংরা জল ঢুকে যাচ্ছিল। মশা মাছি হচ্ছিল। কালভার্ট উঁচু করার জন্য আমরা দুয়ারে সরকার প্রকল্পের প্রচারে যখন জন প্রতিনিধিরা আসেন, তখন আমরা দুটি সমস‍্যার কথা বলি। যেটা পাড়ায় পাড়ায় প্রকল্পের মাধ্যমে সমাধান হচ্ছে। এরজন‍্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই।”

জানা গেছে, রামপুরহাট পুরসভার ৪নং ওয়ার্ডের মাল পাড়া ও কসাই পাড়ায় দুটি কালভার্টের নির্মাণের কাজ সত্বর শুরু হবে। একটি কালভার্টের খরচ আনুমানিক ৫৬ হাজার ৩১২ টাকা এবং দ্বিতীয়টির খরচ ১ লক্ষ ১১ হাজারের কিছু বেশি।

আরও পড়ুনঃ অনলাইনে শুরু হল ‘কলকাতা সাহিত্য উৎসবের দ্বাদশ সংস্করণ’

স্থানীয় বাসিন্দা তথা সমাজ সেবী আরশাদ হোসেন জানান,”মুখ‍্যমন্ত্রী বহু জনকল্যাণমুখী প্রকল্প নিয়েছেন। তার মধ্যে পাড়ায় পাড়ায় সমাধান একটি। কালভার্ট উঁচু হলেই মানুষের অনেক সমস্যা মিটে যাবে।” মন্ত্রী আশীষ বন্দোপাধ‍্যায় বলেন,” মমতা বন্দোপাধ‍্যায়ের উদ্যোগে পাড়ায় পাড়ায় সমাধান প্রকল্পের মাধ্যমে এলাকার ছোট ছোট সমস্যাগুলো সমাধান করা হচ্ছে। এক্ষেত্রে রামপুরহাট পুরসভার প্রচেষ্টায় ৪ নং ওয়ার্ডে দুটি কালভার্ট হবে। যার ফলে পাড়ায় অনেক স্বচ্ছতা বাড়বে।”

যদিও এই কর্মসূচিকে কটাক্ষ করেছে বীরভূম জেলা বিজেপি সভাপতি ধ্রুব সাহা। তিনি বলেন ১০ বছর থেকে বর্তমান রাজ্য সরকার শুধু নেতাদের তোষামদ করে গেছে, যদি মানুষের কাজ করতো তাহলে আজকে নির্বাচনের আগে পাড়ায় পাড়ায় গিয়ে এত টাকা খরচা করে লোক লস্কর নিয়ে সমস্যা সমাধান করতে হতো না।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here