নির্ভয়া ধর্ষণ মামলায় পবন গুপ্তার আবেদন ফের খারিজ সুপ্রিম কোর্টে, আগামীকাল ফাঁসি

0
146

ওয়েবডেস্ক, নিউজ ফ্রন্ট:

নির্ভয়া ধর্ষণ মামলায় অভিযুক্ত পবন গুপ্তার অপ্রাপ্তবয়স্ক হওয়ার দাবির আবেদন ফের খারিজ হল সুপ্রিম কোর্টে।আগামীকাল সকাল ৫:৩০টায় অক্ষয় ঠাকুর, মুকেশ সিংহ পবন গুপ্তা ও বিনয় শর্মার ফাঁসি হওয়ার কথা।

জাস্টিস এনভি রামান্না, জাস্টিস অরুণ মিশ্র , জাস্টিস নারিমান, জাস্টিস আর ভানুমতী, জাস্টিস অশোক ভূষণ ও জাস্টিস এ এস বোপান্না পবন কুমার গুপ্তার এই কিউরেটিভ পিটিশন খারিজ করে দেন।

ধর্ষণের সময় পবন কুমার গুপ্তার অপ্রাপ্তবয়স্ক হওয়ার দাবি প্রথমে দিল্লি হাইকোর্ট, পরে গত ২০ই জানুয়ারি সুপ্রিম কোর্টের তিন বিচারপতির বেঞ্চ খারিজ করে দেয়। ফাঁসির ১ দিন আগে পবন কুমার গুপ্তার আইনজীবী এপি সিং দাবি করেন যে ধর্ষণের সময় তার মক্কেল স্কুল লিভিং সার্টিফিকেট অনুযায়ী অপ্রাপ্তবয়স্ক ছিল। কিন্তু ছয় বিচারপতির বেঞ্চ তা খারিজ করে দেয়।

আজ শুনানির পর নির্ভয়ার মা সংবাদ সংস্থাকে দেওয়া এক সাক্ষাৎকারে মন্তব্য করেন যে কোর্ট বুঝে গেছে ওদের ছলচাতুরি। আগামীকাল নির্ভয়া সুবিচার পাবে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here