নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ
গত ১০ এপ্রিল রামনবমীর মিছিল ঘিরে সাম্প্রদায়িক উত্তেজনা সৃষ্টি হয় মধ্য প্রদেশের খরগাঁওয়ে। সেই ঘটনার প্রেক্ষিতে আসন্ন ইদ-উল-ফিতরের কারণে আগামী ২ মে ও ৩ মে দুদিন সম্পূর্ণ কারফিউ জারি খরগাঁওয়ে। অতিরিক্ত জেলা শাসক সুমের সিং জানান, পরীক্ষার্থীদের জন্য বিশেষ পাস দেওয়া হবে।
স্থানীয় প্রশাসনের তরফে জানানো হয়েছে যে, ইদের নামাজ বাড়িতেই পড়া হবে। পাশাপাশি অক্ষয় তৃতীয়া ও পরশুরাম জয়ন্তী উপলক্ষেও কোন অনুষ্ঠানের অনুমতি দেওয়া হবে না। রবিবার বিকেল ৫ টার পর থেকেই কারফিউ লাগু হয়েছে খরগাঁওয়ে। গত ১০ এপ্রিল রামনবমীর দিন মিছিল ঘিরে সাম্প্রদায়িক অশান্তি ছড়িয়ে পড়ে মধ্যপ্রদেশের খরগাঁওয়ে। অভিযোগ ওঠে শোভাযাত্রা লক্ষ্য করে পাথর ছোঁড়ার। ঐ সংঘর্ষে এক পুলিশ কর্মী সহ প্রায় ২৫ জন আহত হন। এই ঘটনায় এক ব্যক্তির মৃত্যু হয়, যিনি রামনবমীর দিন থেকেই নিখোঁজ ছিলেন। অভিযোগ তাঁকে খুন করা হয়। অশান্তি এড়াতে বেশ কিছুদিন কারফিউ জারি করা হয় শহর জুড়ে।
আরও পড়ুনঃ উন্নাও-এ হাসপাতালে নার্সের ঝুলন্ত দেহ, ধর্ষণ ও খুনের অভিযোগ তুলেছে পরিবার
এই ঘটনার সঙ্গে বিভিন্ন ভাবে জড়িত থাকার অভিযোগে প্রায় ১২০ জনকে গ্রেপ্তার করে স্থানীয় পুলিশ প্রসাশন। হিংসায় ক্ষতিগ্রস্তদের জন্য এক কোটি টাকার ক্ষতিপূরণ দিয়েছে মধ্যপ্রদেশ সরকার। এমন ঘটনার আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই নাকি কারফিউ জারি করেছে প্রশাসন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584