শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
লাদাখের গালোয়ান উপত্যকায় ২০ জন ভারতীয় জওয়ান শহিদ হওয়ার পর সারা দেশ জুড়ে চিনা দ্রব্য বর্জনের হিড়িক উঠেছে। ইতিমধ্যেই বহু জায়গায় চিনা পণ্য বিক্রি বন্ধ করে দেওয়া হয়েছে। এবার কলকাতা-সহ দেশের সমস্ত বন্দর ও বিমানবন্দরে আমদানি করা চিনা পণ্যে ক্লিয়ারেন্স দেওয়া বন্ধ করল শুল্ক দফতর।
কাস্টমস এজেন্টদের সংগঠনের তরফে জানানো হয়েছে, মঙ্গলবার থেকে আমদানি করা চিনা পণ্যে ক্লিয়ারেন্স দেওয়া বন্ধ রেখেছে শুল্ক বিভাগ। বিভাগের অভ্যন্তরীণ নির্দেশিকার প্রেক্ষিতে এই পদক্ষেপ করা হয়েছে।
আরও পড়ুনঃ ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের আওতায় আসছে প্রায় দেড় হাজার কো-অপারেটিভ ব্যাঙ্ক
এর ফলে আমদানি করা পণ্য বিমানবন্দর ও বন্দরে পড়ে রয়েছে। যে সমস্ত পণ্যে ইতিমধ্যে ছাড়পত্র দেওয়া হয়েছে, সেগুলিও ফের পরীক্ষা করবেন শুল্ক বিভাগের আধিকারিকরা। মুম্বই ও চেন্নাইয়েও চিনা পণ্যে ক্লিয়ারেন্স প্রদান বন্ধ রয়েছে।
আরও পড়ুনঃ কী যেন নামটা? ভার্চুয়াল জনসভায় মৃত দলীয় কর্মীর নাম ভুলে গেলেন দিলীপ
তবে এই বিষয়ে কোনও আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি করেনি শুল্ক বিভাগ। জানা গিয়েছে, কলকাতা বিমানবন্দরে এই মুহূর্তে ৪০ টন চিনা সামগ্রী পড়ে রয়েছে। যার বাজারমূল্য ৩৫ কোটি টাকা। কলকাতা বিমানবন্দর দিয়ে প্রতি বছর যে ১৮,০০০ টন পণ্য আমদানি হয়, তার ৬৫ শতাংশই আসে চিন থেকে। এর মধ্যে রয়েছে বৈদ্যুতিক সরঞ্জাম, সুগন্ধি, পোশাক, যন্ত্রংশ, রাসায়নিক, প্লাস্টিকের জিনিসপত্র, চা প্যাকেজিংয়ের যন্ত্র প্রভৃতি। চিন থেকে কলকাতা দিয়ে প্রায় ২৫০ রকমেরও বেশি সামগ্রী আমদানি হয়। তবে এই বিষয়ে শীঘ্রই আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি জারি হবে বলেও শুল্ক দফতর সূত্রে জানা গিয়েছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584