মনিরুল হক, কোচবিহারঃ
অজ্ঞাত সোর্স থেকে ব্যাংক অ্যাকাউন্টে টাকা আবার সেই অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেওয়ার অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে কোচবিহার ১ নং ব্লকের ঘুঘুমারি অঞ্চলে ধলুয়াবাড়ী এলাকার এক বেসরকারি ব্যাংকে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে যে , ঘুঘুমারির ওই ব্যাংকের শাখায় প্রায় হাজারের বেশি গ্রাহক রয়েছে ৷ বেশিরভাগ গ্রাহকের অজান্তে দু’ একদিন আগে অজ্ঞাত কোন সোর্স থেকে কুড়ি ,পঁচিশ হাজার টাকা তাদের অ্যাকাউন্টে ঢুকে যায় ৷ ব্যাংক কর্তৃপক্ষর কাছে জানতে চাওয়া হলে তারাও কোন সদ্উত্তর দিতে পারেনি ৷
আরও পড়ুনঃ উলটপুরাণ! কেশপুরে তৃণমূল,বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ শতাধিক পরিবারের
গ্রাহকদের অ্যাকাউন্টে টাকা ঢোকা মাত্রই মোবাইলে মেসেজ চলে যাওয়ায় গ্রাহকরা আজ সকালে এই ব্যাংকের শাখায় কারণ অনুসন্ধান করতে আসেন ৷ব্যাংকের পাস বই আপডেট করালে দেখে ব্যাংক কর্তৃপক্ষ সেই টাকা কেটে নিয়েছে ৷ এরপরই ব্যাংকের শাখার সামনে বিক্ষোভ দেখাতে শুরু করে গ্রাহকরা।
আরও পড়ুনঃ শিলিগুড়িতে দুষ্কৃতীদের হামলায় যুবকের মৃত্যু
যদিও দায়িত্বে থাকা ব্রাঞ্চের আধিকারিক এই বিষয়ে কথা বলতে নারাজ।তবে গ্রাহকদের অজান্তেই তাদের অ্যাকাউন্টে টাকা জমা হচ্ছে এবং তা কেটে নেওয়াও হচ্ছে। এই ঘটনায় ক্ষুব্ধ হয়েই গ্রাহকেরা ব্যাংকের সামনে বিক্ষোভ দেখায় বলে জানা গেছে ৷
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584