শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ
দীর্ঘ প্রায় তিন সপ্তাহ হতে চলল, বালুরঘাট শহরের একমাত্র বিদ্যুৎ বিল জমা দেওয়ার কিওস্ক অচল হয়ে পড়ে থাকায় বিপাকে শহরের বেশির ভাগ বিদ্যুৎ গ্রাহকরা।বালুরঘাট মিউজিয়ামের পার্শ্ববর্তী পুরোনো বিদ্যুৎ দফতরের অফিসে অবস্থিত এই বিদ্যুৎ বিল নেওয়ার কিওস্কটি তে গেলেই দেখতে পাওয়া যাবে লিংক ফেলের হাতে লেখা নোটিশ ঝোলানো রয়েছে।
লিংক ফেল হয়ে দীর্ঘ দিন ধরে অচল হয়ে পড়ে থাকলেও কিওস্কটি কিন্তু তাদের খোলা ও বন্ধের নির্ধারিত সময় অনুযায়ী করা হচ্ছে। গ্রাহকরা বিদ্যুৎ বিল দিতে গেলেও তা দিতে না পারলেও তা সারিয়ে তোলা নিয়ে হেলদোল নেই বিএসএনএল দফতরের ও এই কিওস্ক চালানো কোম্পানির।
আরও পড়ুনঃ অর্জুনের বাড়ির গেটে দাঁড়িয়ে থাকে পুলিশ, গুন্ডা অভিযোগ দিলীপের
যদিও কিওস্ক দফতরের কর্মীরা তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করে জানিয়েছে টেলি লাইনের লিংকের জন্য মোডেম পুড়ে গিয়েছিল বলে টেলিফোন দফতরের কর্মীরা এসে দেখে জানিয়েছিল। তারা ক’দিন পর সেই মোডেম তাদের তরফে বাইরে থেকে কিনে এনে দিলেও বিএসএনএল -এর কর্মীরা তাদের লাইনের ফল্ট ধরে উঠতে পারছে না। সেহেতু কিওস্ক ফাংশন করা যাচ্ছে না বলে তারা জানিয়েছে।
যদিও বিএসএনএল -এর কর্ম সংষ্কৃতি বিশেষ করে এই জেলার মানুষ ভালমতই জানেন। তাই বিএসএনএল দফতরে এই নিয়ে খোঁজ খবর নিতে গেলে লকডাউন চলার জন্য কর্মীদের সিফটিং চলছে বলে এ ব্যাপারে কেউ কোন আলোকপাত করতে পারেনি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584