মনিরুল হক, কোচবিহারঃ
করোনার জেরে মানুষ আতঙ্কিত। আর সেই আবহে কাটা পা উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়াল কোচবিহারে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার কোচবিহারের সুংসুঙ্গির বাজার এলাকার মরা তোর্সা নদীতে। স্থানীয় লোকজন সকালে ওই নদীতে থাকা একটি ব্রিজের নিচে মানুষের কাটা পা পরে থাকতে দেখেন।
ওই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়। এই খবর চারিদিকে ছড়িয়ে পরতেই স্থানীয় লোকজন মানুষের কাটা পা দেখতে ভিড় জমাতে শুরু করে। ওই খবর পাওয়া মাত্র কোচবিহারের কোতোয়ালি ও পুণ্ডিবাড়ি থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পরে কাটা পা উদ্ধার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুনঃ প্রশাসনের উদাসীনতায় করোনা নিয়ে আতঙ্কিত বাসিন্দারা
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে স্থানীয়রা ব্রিজের নিচে, মানুষের কাটা পা দেখতে পায়। পরে কোচবিহারের কোতোয়ালি থানা ও পুন্ডিবাড়ি থানার পুলিশকে খবর দেওয়া হয়। কারণ এই এলাকায় কোনও হাসপাতাল বা শশ্মান না থাকায় কিভাবে একজন পূর্ণবয়স্ক মানুষের পোড়া কাটা পা সেখানে আসল তা নিয়েই রহস্য দানা বেঁধেছে স্থানীয়দের মধ্যে।
আরও পড়ুনঃ ভয়াল হচ্ছে আমপান, রাজ্যের ৩ লক্ষ মানুষকে নিরাপদ আশ্রয়ে স্থানান্তর
ফলে কিভাবে এই ঘটনা ঘটল তা বুঝতে পারা যাচ্ছেনা। এদিন সামাজিক দূরত্বকে উপেক্ষা করেই স্থানীয়দের ভিড় লক্ষ্য করা যায়। পরে পুলিশ এসে স্থানীয় লোকজনদের ভিড় সামাল দেন।
এবিষয়ে পুলিশের এক আধিকারিক জানান, প্রাথমিকভাবে দেখে মনে হচ্ছে ওই কাটা পা টি পোড়া অবস্থায় রয়েছে। কিভাবে সেটি এখানে আসল তা তদন্ত শুরু করেছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584