নিজস্ব সংবাদদাতা, মালদহঃ
গাছের ডাল কাটাকে কেন্দ্র করে পুরনো বিবাদের জেরে ইঁট দিয়ে মেরে মাথা ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল প্রতিবেশী এক ব্যক্তির বিরুদ্ধে।ঘটনাটি ঘটেছে, বুধবার বিকেলে হবিবপুর থানার চাঁদপুর এলাকায়।আক্রান্তর চিকিৎসা চলছে মালদহ মেডিকেল কলেজ হাসপাতালে।এক জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হবিপুর থানায়।পুলিশ সূত্রে জানা গিয়েছে, আক্রান্তর নাম ঠাকুরদাস চৌধুরী(৪২)। অভিযুক্ত পঞ্চানন মন্ডল পলাতক।জানা গিয়েছে,গত দুইদিন আগে আক্রান্ত ছেলে প্রেমলাল চৌধুরী তাদের জমির সীমানা থেকে একটি পিঠালু গাছের ডাল কেটে নেয়।এই নিয়ে দুই পরিবারের মধ্যে বিবাদ ছিল। বুধবার বিকেলে দিল্লি যাওয়ার উদ্দেশ্যে মোটর বাইকে চেপে স্টেশনে যাচ্ছিলেন ঠাকুরদাস চৌধুরি।সেই সময় ইঁট দিয়ে মেরে খুনের চেষ্টা করে পঞ্চানন মন্ডল বলে অভিযোগ।আশঙ্কাজনক অবস্থায় ঠাকুরদাস চৌধুরীকে উদ্ধার করে প্রথমে বুলবুলচন্ডী গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়।সেখান থেকে তাকে স্থানান্তর করা হয় মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে। বর্তমানে যেখানেই চলছে তার চিকিৎসা। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
আরও পড়ুন: নিজের খরচে বিদ্যালয়কে পাঠাগারদান শিক্ষকের
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584