নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল বিল্ডিং সংলগ্ন এলাকায় একটি নালার মধ্যে মিলল মানব শরীরের কাটা মাথা। রবিবার রাত সাড়ে আটটা নাগাদ এই হাসপাতালের পুরনো ইমার্জেন্সি বিল্ডিং সংলগ্ন এলাকায় রাস্তার পাশের নিকাশি নালাতে ছেড়া পলিথিন প্যাকেটে এই মাথাটি দেখতে পান জুনিয়র ডাক্তাররা।

তারপরেই খবর দেওয়া হয় হাসপাতালের কর্মীদের।এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কার মাথা কিভাবে ওখানে এলো তা নিয়ে জল্পনা শুরু হয়ে যায়। খবর দেওয়া হয় কোতয়ালী থানার পুলিশকে। পুলিশ এসে তদন্ত শুরু করে। প্রাথমিকভাবে জানা যায়, ওই মাথাটি হাসপাতালের এ্যানাটমী বিভাগের হতে পারে।
আরও পড়ুনঃ ভাটপাড়ায় আক্রান্ত বিজেপি কর্মীর মৃত্যু, অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
অর্থাৎ মেদিনীপুর মেডিক্যাল কলেজের ছাত্র-ছাত্রীদের পরীক্ষা ও প্রশিক্ষণের জন্য যে সমস্ত দেহ ব্যবহার করা হয়, সেই দেহেরই অংশ এটি হতে পারে। তবে এ বিষয়ে হাসপাতাল সুপার বা মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ কোনো মন্তব্য করেননি।পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত চালাচ্ছে পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584