সিমা পুরকাইত,দক্ষিন ২৪ পরগনাঃ
ফণীর তান্ডব থেকে ফসল বাঁচাতে শ্রমিক না পেয়ে মহিলারাই ধান কেটে খামারে তুলতে ব্যস্ত।
রাজ্য সরকারের কৃষি দপ্তরের পক্ষ থেকে ফণী সাইক্লোনের আগাম সতর্কতার জন্যে নানাবিধ প্রচার শুরু করেছে নির্বাহী আধিকারিকরা।সতর্কতা নির্দেশ পৌঁছেছে ব্লক কৃষি দপ্তর গুলিতেও।বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে সরকারের এই সাইক্লোনের বিজ্ঞাপন শুনে দক্ষিন ২৪ পরগনার সুন্দরবনের ক্যানিংয়ের বিভিন্ন এলাকায় কৃষকরা দ্রুত ফসল ঘরে তুলতে ব্যস্ত।
তীব্র দাবাদহে চাষের কাজে হাত লাগানো শ্রমিক না পেয়ে বোরো ধান,আমন,১০৮,বাঁশ কাটি,দুধের সর ও বিভিন্ন রকমের ধান ঘরে তুলতে তাই পরিবারের ছেলেদের সাথে মহিলা সদস্যরা ধান কাটতে নেমে পড়েছে।কেউ আবার বেশী সময় মাঠে থেকে ধান কেটে খামারে তুলতে তাড়াহুড়ো করছে।ক্যানিং, বাসন্তী ও গোসাবার এলাকায় কয়েক হাজার চাষি ধান চাষ করেন।কারোর পাঁচ বিঘা কারোর দুই বিঘা কারোর বা এক বিঘা জমির ধান চাষ।
আরও পড়ুনঃ ফণী সচেতনতা প্রচার দক্ষিন সুন্দরবনে
ফলে সারা বছরের খোরাকি হিসাবে এই ধান ও সব্জি খুবই গুরুত্ব পূর্ণ।এছাড়া মৎস্যজীবি বাবলু নস্কর আগে ভাগেই জাল ও নৌকা পাড়ে তুলে দিয়েছেন।নুপুর,সেলিমা,বৃহস্পতি, চন্দনা,মধুমিতা ও শম্পারা ধান কাটায় হাত লাগিয়েছে।তাদের সাথে সঙ্গ দিচ্ছে কপিল মুনি,সৌমেন বর,গোপাল নস্কর,নিমাই সরকার ও আরো অনেকে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584