শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
লকডাউনে গৃহবন্দী মানুষের অনেকটা সময় দখল করে নিয়েছে সাইবার দুনিয়া। বিভিন্ন জিনিস জানতে বা কাজের জন্য বিভিন্ন জানা-অজানা সাইটে ঢুঁ মারছেন মানুষ। কিন্তু এগুলির সুরক্ষা সম্বন্ধে জানা নেই বেশিরভাগ মানুষেরই। তাই সোশ্যাল মিডিয়া থেকে ইন্টারনেটের দুনিয়ায় তারা যাতে জান্তে বা অজান্তে প্রতারিত না হন, তার জন্যই লকডাউনের মধ্যেই পশ্চিমবঙ্গের অন্যতম সাইবার আইনজীবী বিভাস চট্টোপাধ্যায় এবার বানিয়ে ফেললেন বাংলায় ‘সাইবার আইন অ্যাপস।’
১২ মে থেকে গুগল প্লে স্টোরে ‘সাইবার ল ইন বেঙ্গলি’ লিখলেই মিলছে এই অ্যাপস। সম্পূর্ণ বাংলা ভাষায় লেখা থাকার কারণে এই অ্যাপসে সাইবার আইন নিয়ে বুঝতে ও জানতে সাধারণ মানুষেরও সুবিধা হবে। জাভা’র ব্যবহারে তৈরি করা বাংলায় সাইবার আইন নামের এই অ্যাপসটিতে মূলত চারটি ভাগ রয়েছে। ভাগ গুলি হল, সাইবার জগৎ এবং তার আইন, তথ্য প্রযুক্তি আইন ২০০০, বিভিন্ন সাইবার অপরাধ এবং সেই সংক্রান্ত আইন এবং সাইবার আইনে কিভাবে মামলা রুজু হয় এবং মামলার তদন্ত চলে সেই সংক্রান্ত ইউটিউবে অনলাইন ভিডিওর একটি ফিচারও যোগ করা হয়েছে।
আরও পড়ুনঃ লকডাউনে কর্মীদের বেতন দেওয়া আর বাধ্যতামূলক থাকল না: কেন্দ্র সরকার
সাইবার জগতের সঙ্গে কোন কোন আইন জড়িয়ে রয়েছে, তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে সাইবার আইন কতটা ওতপ্রোতভাবে যুক্ত, সাইবার আইনে কোন অপরাধে কোথায় বিচার এবং কি সাজা এবং সর্বোপরি কি ভাবে সাইবার দুনিয়ায় সমস্যায় পড়লে সাইবার আইনের সাহায্য নিয়ে মামলা দায়ের করা যায়, তার তথ্য এখানে বিশদে তুলে ধরা হয়েছে।
প্রসঙ্গত, ইন্ডিয়ান পেনাল কোড থেকে সিআরপিসি বা ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট নিয়ে একাধিক অ্যাপ রয়েছে। কিন্তু সাইবার আইন সম্বন্ধে কোনও অ্যাপস না থাকায় অজ্ঞতার কারণে অনেক গুরুতর অপরাধের ক্ষেত্রেও লঘু ধারা প্রয়োগের সম্ভাবনা থেকে যেত। সেই সমস্যা অনেকটাই পূরণ করে দেবে এই অ্যাপস।
ইতিমধ্যেই বাংলাদেশ, দুবাই-সহ দেশ-বিদেশের কয়েক হাজার মানুষ অ্যাপসটি ডাউনলোড করে ফেলেছেন। বিভাস চট্টোপাধ্যায়ের কথায়, ‘দেশ-বিদেশের প্রত্যেক বাঙালি সাইবার অপরাধ থেকে কিভাবে সতর্ক থাকবেন এবং সাইবার আইন সম্বন্ধে যাতে জানতে পারেন, তার জন্যই আমার এই অ্যাপ। আমার এই পরিশ্রম মানুষের উপকারে এলে নিজেকে ধন্য মনে করব।’
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584