আরোগ্য সেতু অ্যাপে নিরাপত্তা সমস্যা রয়েছে, দাবি ফ্রান্স সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞের

0
97

ওয়েবডেস্ক,নিউজফ্রন্ট:

গ্ৰাফিক্স চিত্র

কিছুদিন আগে কংগ্রেস নেতা রাহুল গান্ধী দাবি করেছিলেন যে আরোগ্য সেতু মোবাইল অ্যাপ্লিকেশনটি তৈরি করা হয়েছে মানুষের জন্য যে তারা করোনা ভাইরাসে আক্রান্ত কিনা যাচাই করতে। এতে মানুষকে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া হচ্ছে কিভাবে তারা করোনাভাইরাসের উপসর্গগুলো জানতে পারবে ও কিভাবে করোনাভাইরাসের  সঙ্গে লড়াই করতে পারবে। কিন্তু তার সঙ্গে তিনি দাবি করেন যে এই মোবাইল অ্যাপ্লিকেশনটি একটি উন্নতমানের নজরদারি ব্যবস্থা।

রাহুল গান্ধী তাঁর ট্যুইটে দাবি করেন ‘আরোগ্য সেতু অ্যাপ একটি উন্নতমানের নজরদারি ব্যবস্থা, একটি বেসরকারি সংস্থা থেকে নেওয়া। এটি গুরুতর ভাবে তথ্য নিরাপত্তা লঙ্ঘন ও ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ যা অত্যন্ত চিন্তার বিষয়৷ প্রযুক্তি আমাদের সুরক্ষিত করে, কিন্তু নাগরিককে না জানিয়ে তাঁর গতিবিধিতে গোপনে নজরদারি চালানো ঠিক নয়৷ মানুষের ভয়ের সুযোগ নেওয়া ঠিক নয়৷’

এখন ফ্রান্সের এক সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ দাবি করেছেন যে আরোগ্য সেতু অ্যাপে নিরাপত্তা সমস্যা রয়েছে এবং রাহুল গান্ধী ঠিকই বলেছেন।

টুইটারে এলিয়ট অ্যান্ডারসন নামধারী সেই সাইবার বিশেষজ্ঞ লিখেছেন , “Hi @SetuAarogya, আপনাদের অ্যাপে একটি নিরাপত্তা সমস্যার খোঁজ পাওয়া গেছে। ৯০ মিলিয়ন ভারতবর্ষের গোপনীয়তা সংকটাপন্ন। আপনারা কি আমাকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারবেন? শুভেচ্ছান্তে, রাহুল গান্ধী ঠিকই বলেছিলেন।”

পরবর্তীতে, আরেকটি টুইটে , সেই সাইবার বিশেষজ্ঞ দাবি করেন, ” @IndianCERT and @NICMeity আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। সমস্যাটা তাদেরকে খুলে বলেছি।”

তারপরই বুধবার আরোগ্য সেতু অ্যাপ ডেভেলপার টিম থেকে এক বিজ্ঞপ্তি জারি করে দাবি করা হয় যে এই অ্যাপে নিরাপত্তা জনিত কোন সমস্যা নেই।

তার পরেই এই সাইবার বিশেষজ্ঞ চ্যালেঞ্জের সুরে জানিয়েছেন যে একদিনের মধ্যেই তিনি ফিরে এসেই তার বক্তব্য প্রমান করবেন।

এর আগেও এই সাইবার বিশেষজ্ঞ ইরানের কভিড১৯ অ্যাপ কি কি তথ্য নিচ্ছে, কাকে পাঠাচ্ছে সেগুলো প্রকাশ করে দিয়েছিলেন। এই সাইবার বিশেষজ্ঞই বেশ কিছুদিন আগে ফাঁস করে দিয়েছিলেন যে কিভাবে ইন্ডেন গ্যাস কোম্পানি ৬৭ লক্ষ গ্রাহকের আধার নম্বর প্রকাশ করেছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here