শ্যামল রায়,কালনাঃ
পদ্মফুলের ভয় নেই কালনা ২ নম্বর ব্লক জুড়ে, দাবি ব্লক তৃণমূল কংগ্রেস নেতাদের।
কালনা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থী সুনীল কুমার মন্ডল এর সমর্থনে এক বিশাল সাইকেল মিছিল বের হয়।মিছিলের নেতৃত্বে ছিলেন তৃণমূলের ব্লক সভাপতি প্রণব রায়, পশ্চিমবঙ্গ রাজ্য আদিবাসী সেলের চেয়ারম্যান দেবু টুডু এবং মহিলা নেত্রী বর্গ।এদিন বিশাল সাইকেল মিছিলটি সিঙ্গারকোন ব্যাঙ্ক বাজার থেকে বের হয়ে গোটা ব্লকের বিভিন্ন গ্রাম পঞ্চায়েত এলাকা পরিক্রমা করে।
পিনডিরা গ্রাম পঞ্চায়েত অঙ্গার সোন গ্রাম পঞ্চায়েত রামেশ্বরপুর বোয়ালিয়া প্রভৃতি এলাকা প্রদক্ষিণ করে সাইকেল মিছিলটি।
রাজ্য তৃণমূল কংগ্রেসের আদিবাসী সেলের চেয়ারম্যান দেবু টুডু বলেন, “বাম আমলে রাজ্যের আদিবাসীরা ভীষণভাবে বঞ্চিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তৎপরতায় আদিবাসীরা বিভিন্ন ধরনের সরকারি প্রকল্পে সুযোগ পেয়েছে এবং ভাতা পাচ্ছেন।
আদিবাসীরা সম্মানের সাথে বেঁচে আছেন।
সরকারের উন্নয়নমুখী কাজকে বজায় রেখে উন্নয়নকে আরো সাথী করতে তৃণমূল কংগ্রেস প্রার্থীকে বিপুল ভোটে জয় করার আহ্বান জানাচ্ছি।”
আরও পড়ুনঃ বেলদায় কংগ্রেসের প্রচার মিছিল
এদিন সাইকেল মিছিল শেষে তৃণমূলের ব্লক সভাপতি প্রণব রায় বক্তব্যে বলেন, “ব্লকে
প্রতিটি গ্রামে পাকা রাস্তা হয়েছে পর্যাপ্ত পানীয় জলের ব্যবস্থা হয়েছে আলোর ব্যবস্থা হয়েছে চাষিদের বিভিন্ন ধরনের উন্নয়নমুখী কাজ হয়েছে তাই উন্নয়নকে হাতিয়ার করেই ভোটাররা আমাদের ভোট দেবেন এবং উন্নয়নমুখী কি কি কাজ হয়েছে খতিয়ান তুলে গ্রামে গ্রামে প্রচার অভিযান চালানো হচ্ছে আমাদের পার্টির তরফ থেকে।” এদিনের এই মিছিলে পা মেলান স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584