মনিরুল হক, কোচবিহারঃ
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এক সাইকেল আরোহীর। ঘটনাটি ঘটেছে কোচবিহার শহরের রেলগুমটি এলাকায়। ঘটনার খবর দেওয়া হয় পুলিশকে। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ। পরে ওই মৃতদেহকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কোচবিহার মহারাজা জিতেন্দ্র নারায়ণ মেডিক্যাল কলেজ অ্যান্ড হসপিটালে নিয়ে আসা হয়। পরে স্থানীয়রা ঘাতক গাড়ির চালক ও ট্রাককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুনঃ বালুরঘাটে, নিজেদের প্রাণ সংশয়ের ভয়ে পুত্রবধূকে বাড়িতে ঢুকতে বাধা শ্বশুর – শাশুড়ির
স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার দুপুরে রেলগুমটি এলাকা থেকে সাইকেলে করে ওই ব্যক্তি স্টেশন মোড় এলাকার দিকে যাচ্ছিল। সেই সময় ওই বালি বোঝাই ট্রাকটি এসে সেই ব্যক্তিকে ধাক্কা মারে। সাইকেল থেকে ওই ব্যক্তি রাস্তায় পরে যাওয়ার ফলে ওই ট্রাকটি তাকে পিসে দেয় বলে অভিযোগ। অবস্থা বেগতিক দেখে প্রথমে সেখান থেকে ঘাতক ট্রাকটি পালিয়ে গেলেও পরে ট্রাকটিকে আটক করা হয়। চালককেও ধরা হয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুনঃ বাম-কংগ্রেস থেকে তৃণমূল, পঞ্চায়েত বদলালেও পরিবর্তন হয়নি ফরিদপুরের রাস্তার
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ওই রাস্তায় দায়িত্বে থাকা সিভিক ভলান্টিয়ার ডিউটি না করে নিজে মোবাইল ফোনে গেম খেলতে ব্যস্ত ছিলেন। রাস্তার দায়িত্বে থাকা সিভিক ভলান্টিয়াররা তাদের সঠিক দায়িত্ব পালন করলে সাধারণ মানুষ এরমক দুর্ঘটনার শিকার হত না।
সিভিক ভলান্টিয়াররা সঠিক দায়িত্ব পালন না করলে স্থানীয়রা পুলিশের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন ও বিক্ষোভ করবে বলে জানিয়েছেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584