পিয়া গুপ্তা,উত্তর দিনাজপুরঃ
দেশমাতৃকার কাজে নিযুক্ত দেশের সীমান্তে পাহারারত জওয়ানরা প্রতিদিন দেশরক্ষার জন্য নিজের প্রাণ ও বলিদান দিতে পিছুপা হন না।
দেশের এই বীর সৈনিকদের শোক আত্মবলিদান কথা আমরা প্রায় ভুলে যাই মনে রাখি না।তবে এই প্রথম সেই সব শহীদ জওয়ানদের প্রতি সন্মান জানাতে ও তাদের স্মৃতিকে মানুষের মনে জাগরিত করতে এগিয়ে এলেন একটি ছাত্র।ভুটান সীমান্ত লাগোয়া জয়গাঁর ছাত্র ভাস্কর ভদ্র।
জয়গাঁ ভুটান গেট থেকে তার শুরু করা সাইকেল যাত্রা শেষ হবে কলকাতার ভিক্টোরিয়ায়।তার সাইকেল অভিযানের উদ্দেশ্য সমাজের কাছে তার বার্তা, যারা দেশের জন্য শহীদ হয়েছেন তাদের ভুলে না গিয়ে সম্মান প্রদর্শন করা। উল্লিখিত ভারত-ভুটান সীমান্ত লাগোয়া আলিপুরদুয়ার জেলার জয়গাঁর নিউ সুভাষপল্লীর বাসিন্দা জয়গাঁ কলেজের তৃতীয় বর্ষের ছাত্র ভাস্কর ভদ্র একাদশ শ্রেনীতে পড়া চলাকালীন সাইকেল চালিয়ে দার্জিলিং গিয়েছিল।সেটা ছিল নিছকই ঘোরা কিন্তু এবার সাইকেল নিয়ে সে জয়গাঁ থেকে কলকাতা যাচ্ছে দেশের বীর শহীদ জওয়ানদের প্রতি সম্মান জানাতে। গত ২১ নভেম্বর জয়গাঁর ভুটান গেট থেকে সে তার যাত্রা শুরু করেছে।আজ এসে পৌঁছেছে উত্তর দিনাজপুর জেলা সদর রায়গঞ্জ শহরে।রায়গঞ্জ শহরের রাজপথ ধরে সে এগিয়ে চলেছে মালদার উদ্দেশ্যে।আগামী ২৭ নভেম্বর ভাস্কর তার সাইকেল যাত্রা শেষ করবে কলকাতার ভিক্টোরিয়ার সামনে।
ভাস্কর তার এই সাইকেল যাত্রার জন্য প্রশাসনিক বা রাজনৈতিক সাহায্য সহযোগিতা পায়নি বা নেয়নি।পথচলতি মানুষের কাছে দেশের জন্য প্রান আহুতি করা বীর শহীদ জওয়নদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন তার মূখ্য উদ্দেশ্য ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584