কালবৈশাখীর তাণ্ডবে সব হারিয়ে সর্বশান্ত বাপির পরিবার

0
65

নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ

কালবৈশাখী তাণ্ডবে ঘরছাড়া বাপি সরকারের পরিবার। কিছু দিন আগেই ঝড়ে ভেঙে পড়ে আলিপুরদুয়ার জংশন রেল স্টেশন সংলগ্ন দক্ষিণ চেচাখাতার বাসিন্দা বাপি সরকারের কুঁড়েঘর।

cyclone amphan destroy | newsfront.co
বাপি সরকার। নিজস্ব চিত্র

একেই লকডাউন কাজ নেই, তার ওপর ঘর ভেঙে পড়ায় চরম সমস্যায় পড়েছে পরিবারের সদস্যরা। ঘর ভেঙে পড়ায় বাড়ির একটি বারান্দায় ঠাই নিতে হয়েছে তাদেরকে। যদিও সেই বাড়িটি বাপি সরকারের বৃদ্ধ মায়ের।

বাপির মা রেখা সরকার জানান, ‘ লকডাউনের জেরে কাজ হারিয়েছেন তার ছেলে। কর্মসূত্রে তার ছেলে গুয়াহাটির একটি দরজির দোকানে কাজ করতেন।

cyclone amphan destroy | newsfront.co
নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ আমপানের প্রভাবে ক্ষয়ক্ষতি আন্দাজ করতে বৈঠকে বনমন্ত্রী

লকডাউনের ফলে কাজ বন্ধ। ফলে বাড়ি ফিরতে হয় তাকে। তারপর কোন রকম ভাবে চলছিল তাদের স্বামী স্ত্রী এবং দুই সন্তান মিলে চারজনের সংসার। তার মধ্যে অভিশাপ রূপে তাদের জীবনে আসে কাল বৈশাখী ঝড়। ঝড় এসে তছনছ করে দিয়েছে ঘরবাড়ি। ফলে এখন বারান্দাতেই দিন কাটাতে হচ্ছে।’

এদিন বাপি সরকার জানান, “যদিও ঘর ভেঙ্গে যাওয়ায় এলাকার পঞ্চায়েত তাদেরকে ঘর ঠিক করার জন্য প্লাস্টিক দেয়। কিন্তু অর্থাভাবে সেই ঘর এখনো ঠিক করতে পারেনি বাপি। ফলে কষ্ট করে পরিবার নিয়ে মায়ের বারান্দার দিন কাটাচ্ছে বাপি।’

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here