প্রবল শক্তি সঞ্চয় করে ধেয়ে আসছে সাইক্লোন ‘নিভার’

0
88

নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ

প্রবল শক্তি সঞ্চয় করে ধেয়ে আসছে সাইক্লোন নিভার। আজ, বুধবার সন্ধ্যার পর ঘণ্টায় ১২০ থেকে ১৪৫ কিমি বেগে পুদুচেরি ও তামিলনাড়ুর উপকূলে আছড়ে পড়তে পারে ‘নিভার’। ঘূর্ণিঝড়ে লণ্ডভণ্ড হয়ে যেতে পারে জনজীবন। তাই সাইক্লোন আছড়ে পড়ার আগে পরিস্থিতি মোকাবিলায় তামিলনাড়ু এবং পুদুচেরির উপকূলবর্তী এলাকা থেকে মানুষকে সরানো হচ্ছে বলে জানায় সেরাজ্যের প্রশাসন।

cyclone Nivar | newsfront.co
প্রতীকী চিত্র

মৌসম ভবন জানিয়েছে, আজ, বুধবার সন্ধের দিকে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়। দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়টি ক্রমশ উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে। বঙ্গোপসাগর থেকে ধেয়ে আসা এই নিভার সাইক্লোনকে ঘিরে লাল সতর্কতা জারি হয়েছে কারাইকল ও মামাল্লাপুরমে।

আরও পড়ুনঃ ফের তাপমাত্রার পারদ চড়ছে কলকাতায়

মঙ্গলবারই তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ই পালানিস্বামী এবং পুদুচেরির মুখ্যমন্ত্রী ভি নারায়ণস্বামীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দুজনকেই সবরকম কেন্দ্রীয় সাহায্যের আশ্বাস দিয়েছেন তিনি।

পরিস্থিতি সামাল দিতে তামিলনাড়ু ও পুদুচেরিতে ১২০০ জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। পুদুচেরিতে তিনদিনের জন্য ১৪৪ ধারা জারি হয়েছে। মঙ্গলবার থেকে তামিলনাড়ুতে বন্ধ আন্তঃজেলা বাস পরিষেবা। বুধবার রাজ্যে ছুটি ঘোষণা করা হয়েছে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here