নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
সন্ধ্যে নয়, বুধবার দুপুরেই বাংলায় আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় ‘যশ’। তার আগেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়েছে বিক্ষিপ্ত বৃষ্টি। দুই মেদিনীপুর, দুই ২৪পরগনা, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাতেই শুরু হয়েছে ঝোড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি।
আবহাওয়া দফতর পূর্বাভাস দিয়েছিল যে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরের উপর তৈরি ঘূর্ণিঝড় ‘যশ’-এর প্রভাবে মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি শুরু হবে। তবে তার আগে বিভিন্ন এলাকাজুড়ে সোমবার সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি, আকাশের মুখ রয়েছে ভার।
আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, মূলত নিম্নচাপের জেরেই এই বৃষ্টি। ঘূর্ণিঝড়ের প্রভাব এখনও সেভাবে পড়েনি। তবে রবিবার রাত থেকেই দক্ষিণ ২৪ পরগনা, দুই মেদিনীপুর, কলকাতা, নদিয়া, বর্ধমানে শুরু হয়েছে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। আজ সকাল থেকেই দিঘা-সহ উপকূলবর্তী এলাকায় বৃষ্টিপাতের দাপট ছিল, সঙ্গে বইছে ঝোড়ো হাওয়াও।
আরও পড়ুনঃ দেশে এক ধাক্কায় অনেকটাই নামল দৈনিক সংক্রমণ, মৃত্যু বেড়ে ৪ হাজার ৪৫৪
আপাতত বালাসোরের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ৬৩০ কিমি, পোর্ট ব্লেয়ারের উত্তর ও উত্তর-পশ্চিমে ৬২০ কিমি, এবং দিঘার দক্ষিণ ও দক্ষিণ-পূর্বে ৬২০ কিমি দূরে অবস্থান করছে ঘূর্ণিঝড় ‘যশ’। তারপর উত্তর ও উত্তর-পশ্চিমে অগ্রসর হয়ে পরবর্তী ২৪ ঘণ্টায় অতি প্রবল আকার ধারণ করবে ঘূর্ণিঝড়। এরপর গতি বাড়িয়ে বুধবার দুপুর নাগাদ ওড়িশার প্যারাদ্বীপ এবং পশ্চিমবঙ্গের সাগরের মাঝখান দিয়ে আছড়ে পড়বে স্থলভাগে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584