নবনীতা দত্তগুপ্ত, বিনোদন ডেস্কঃ
লকডাউনের কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর সিরিয়ালের শুটিং চালু হলেও বন্ধ ছিল সিনেমা এবং নন ফিকশনের শুটিং। অনুমতি মেলার পর চালু হলেও ফের বন্ধ হল ‘দাদাগিরি সিজন ৮’-এর শুটিং। রাজারহাটে যে স্টুডিওতে শুটিং হয় সেই এলাকা কনটেনমেন্ট জোন হওয়ার কারণে সকলে বন্দি।
ফলত, রাজারহাট ডেভলপমেন্ট ব্লকের ব্লক ডেভলপমেন্ট অফিসারের কাছ থেকে জি বাংলার ক্লাস্টার হেড সম্রাট ঘোষের কাছে চিঠি যায় শুটিং আপাতত বন্ধ রাখার জন্য। সেই অনুযায়ী সেটও ভেঙে ফেলা হয়।
এরপর মধ্য কলকাতার একটি হোটেলে তৈরি হয় ‘দাদাগিরি’র সেট। টেকনিক্যাল দিক খতিয়ে দেখার পর মঙ্গলবার ১৪ জুলাই থেকে শুটিং করার ছাড়পত্র মেলে। কিন্তু ঘটল বিপত্তি। সকাল থেকে মহড়া চলার পরেও বাতিল হয় শুটিং।
সূত্রের খবর অনুযায়ী আর আটটি পর্বের শুটিং বাকি ছিল। ফিনালে নিয়েও শুরু হয়েছিল পরিকল্পনা। তার আগেই সব ওলটপালট!
আরও পড়ুনঃ সৌমিত্র চট্টোপাধ্যায়ের বায়োপিক ‘অভিযান’-এর শুটিং শুরু
প্রসঙ্গত, ১১ এবং ১২ জুলাই দুটি নতুন পর্বের স্বাদ নিয়েছেন দর্শক। বৃদ্ধাশ্রমের বৃদ্ধাদের সঙ্গে জোট বেঁধে খেলেছিলেন রুদ্রনীল ঘোষ, রাজ চক্রবর্তী, শুভশ্রী, ঋত্বিক চক্রবর্তী। বেশ জনপ্রিয় হয়েছিল পর্বদুটো।
এরপর ফের কবে নতুন পর্বের শুটিং শুরু হবে তা নিয়ে কোনও সঠিক দিশা মেলেনি এখনও পর্যন্ত। তাই অপেক্ষাই সম্বল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584