ওয়েব ডেস্ক, নিউজফ্রন্টঃ
দুঃখজনক মাইলস্টোন ছুল ভারতের করোনা সংক্রমণ। এক দিনেই এক লাখ পার।এর আগে একমাত্র আমেরিকায় একদিনে ১ লক্ষেরও বেশি সংক্রমনের নজির রয়েছে। গত ২৪ ঘন্টায় দেশে নতুন করন আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৩ হাজার ৫৫৮ জন। সবচেয়ে খারাপ অবস্থা মহারাষ্ট্রের। সেখানে গত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছে ৫৭ হাজার ৭৪ জন।
India reports 1,03,558 new #COVID19 cases, 52,847 discharges, and 478 deaths in the last 24 hours, as per the Union Health Ministry
Total cases: 1,25,89,067
Total recoveries: 1,16,82,136
Active cases: 7,41,830
Death toll: 1,65,101Total vaccination: 7,91,05,163 pic.twitter.com/Kg4rAhfdgE
— ANI (@ANI) April 5, 2021
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘন্টায় ৪৭৮ জনের মৃত্যু হয়েছে। একইসঙ্গে দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১২৫৮৯০৬৭এ। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ১ লাখ ৬৫ হাজার ১০১ জনের।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584