নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
সোনারপুর স্টেশনে লোকাল ট্রেন চালু করার দাবিতে রেলের স্টাফ স্পেশাল আটকে বিক্ষোভ নিত্য যাত্রীদের। তাদের দাবি, স্পেশাল ট্রেনে উঠতে দিতে হবে নিত্য যাত্রীদের। এর পাশাপাশি, লোকাল ট্রেন চালু করারও দাবি জানান অবরোধকারীরা।
উল্লেখ্য, সকাল ৭টা থেকে অবরোধের জেরে শিয়ালদহ দক্ষিন শাখার বারুইপুর, ক্যানিং, ডায়মন্ডহারবার, লক্ষ্মীকান্তপুর, নামখানা আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ। অবরোধের জেরে জরুরি পরিষেবার সঙ্গে যুক্ত কর্মীরাও কর্মক্ষেত্রে যেতে পারছেন না। পরিস্থিতি সামলাতে ঘটনাস্থলে পৌঁছছে আরপিএফ, জিআরপি কর্তৃপক্ষ। অবরোধকারীদের বোঝানোর চেষ্টা করছেন তারা।
আরও পড়ুনঃ পরীক্ষা নিতে চাইলে ‘অঘটনের দায় সরকারের’, সতর্কবাণী সুপ্রিম কোর্টের
সংক্রমণ রুখতে রাজ্যে জারি হয়েছে কার্যত লকডাউন। রাজ্যজুড়ে আক্রান্তের সংখ্যা কিছুটা কমায় ৩০ জুন পর্যন্ত ছাড় মিলছে বিধিনিষেধে। তবে বন্ধ বাস, মেট্রো ও লোকাল ট্রেনের গণপরিষেবা। শুধুমাত্র জরুরী পরিষেবার সাথে যুক্ত কর্মীদের জন্য চালু রয়েছে স্পেশাল ট্রেন, যাতে উঠতে পারবেন রেলকর্মী ছাড়া জরুরি পরিষেবার সঙ্গে যুক্তরা। এদিকে খুলে দেওয়া হয়েছে সমস্ত অফিস, পরিবহন ব্যবস্থা চালু না করে অফিস খুলে দেওয়ায় ভোগান্তির শিকার হচ্ছেন নিত্যযাত্রীরা। আর তাই জেরেই আজকের এর অবরোধ বলে জানা গেছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584