শুভম বন্দ্যোপাধ্যায়, কলকাতাঃ
নতুন বছরে কল্পতরু উৎসবের আগেই দক্ষিণেশ্বর মেট্রো চালু করার লক্ষ্যমাত্রা নিয়েছিল কলকাতা মেট্রো কর্তৃপক্ষ। সেই উদ্দেশ্যেই ১৫ নভেম্বর এই ট্রায়াল রান চালু হতে পারে দক্ষিণেশ্বর মেট্রোর। এমনটাই মেট্রো সূত্রে খবর।
উল্লেখ্য, দক্ষিণেশ্বর পর্যন্ত অতিরিক্ত ৪ কিমি লাইনের কাজ প্রায় শেষ। টালা ব্রিজ ভেঙে যাওয়ার পর উত্তর ২৪ পরগনার সঙ্গে উত্তর কলকাতার যাতায়াতের দ্রুতগতিতে যোগাযোগ একমাত্র মাধ্যম মেট্রো। কিন্তু ট্রেন চলাচল বন্ধ থাকায় নোয়াপাড়া স্টেশনে গিয়ে ই-পাস দিয়ে তবে যেতে পারতেন যাত্রীরা। তবে দক্ষিণেশ্বর থেকে মেট্রো চালু হলে উত্তর ২৪ পরগনার মানুষের বৃহৎ অংশের সুবিধা হবে বলে মনে করছেন অনেকেই।
আরও পড়ুনঃ মোদী সরকারের সদিচ্ছা নিয়ে প্রশ্ন! নয়া জমি আইনে ক্ষুব্ধ কাশ্মীরি পন্ডিতরা
সেই কারণেই মেট্রো রেল ও রেল বিকাশ নিগম লিমিটেড বা আরভিএনএলের যৌথ উদ্যোগে ১৫ নভেম্বর দক্ষিণেশ্বর মেট্রোতে সেল্ফ অপারেটেড ইঞ্জিন দিয়ে ট্রায়াল রান চালানো হবে বলে জানানো হয়েছে। কবি সুভাষ থেকে নোয়াপাড়া পর্যন্ত এতদিন মেট্রো চলছিল।
এবার তা আরও চার কিমি বাড়িয়ে দক্ষিণেশ্বর পর্যন্ত করা হয়েছে। ইস্ট-ওয়েস্ট মেট্রোর ট্রেন ধরতে হলে কোনও একটি জংশন স্টেশনে নেমে ট্রেন বদল করতে হবে যাত্রীদের। আর এর ফলে কলকাতার লোকজনও সহজে মেট্রো চেপে চলে আসতে পারবেন দক্ষিণেশ্বর মন্দিরে।
নিউ গড়িয়া থেকে মাত্র এক ঘণ্টায় পৌঁছে যাওয়া যাবে দক্ষিণেশ্বর। ভাড়া মাত্র ৩০ টাকা।
আরও পড়ুনঃ দুর্গার পর লক্ষ্মী গড়ে পুজো করল ফালাকাটার বালক দীপঙ্কর
প্রসঙ্গত, নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত বর্ধিত রুটে দুটি স্টেশন হয়েছে। একটি বরাহনগর ও অন্যটি দক্ষিণেশ্বর। নোয়াপাড়া থেকে দক্ষিণেশ্বরের দূরত্ব ৪.২ কিলোমিটার। এই রুটে বরানগর ও দক্ষিণেশ্বর স্টেশন তৈরির কারণ যাতে বিটি রোড এবং হুগলি সংলগ্ন বালি, বেলুড় এলাকার লোকজনও মেট্রোর সুবিধা পেতে পারেন।
ট্রায়াল শুরুর আগে নভেম্বরের প্রথম সপ্তাহে জার্মানি থেকে নিয়ে আসা হতে পারে ট্রেন প্রোটেকশন ওয়ার্ণিং সিস্টেম। ট্রায়াল শুরুর আগে গোটা এলাকা পরিদর্শন করতে পারেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। কমিশনার অব রেলওয়ে সেফটির ছাড়পত্র চলে এলেই কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত সরাসরি সফর করতে পারবেন যাত্রীরা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584