নিজস্ব সংবাদদাতা, কলকাতাঃ
উদ্বোধনের ১০ দিনের মাথায় যান্ত্রিক গোলযোগে আটকে গেল দক্ষিণেশ্বর-নোয়াপাড়া মেট্রোর দৌড়। সোমবার দুপুর থেকে এই রুটের মেট্রো চলাচল বন্ধ রাখা হয়েছে। বিপাকে নতুন দুই স্টেশনের যাত্রীরা।
কলকাতা মেট্রোর যান্ত্রিক গোলযোগ নতুন ঘটনা নয়। কখনও নির্দিষ্ট স্টেশনে না থেমেই ছোটে মেট্রো। আবার কখনও মেট্রোর লাইনে বিদ্যুৎ না থাকায় থমকে যায় মেট্রো পরিষেবা। এদিন সেই গোলযোগের জেরেই থমকে গেল দক্ষিণেশ্বর-নোয়াপাড়া রুটের মেট্রো চলাচল।
এদিন দুপুর পৌনে একটা নাগাদ নোয়াপাড়ার কাছে সিগন্যালিং পয়েন্টে যান্ত্রিক গোলযোগ দেখা দেয়। এরপরই ওই রুটে মেট্রো চলাচল বন্ধ রাখা হয়। মেরামতির কাজ চলছে। ঘটনাস্থলে রয়েছেন মেট্রোর উচ্চপদস্থ আধিকারিকরা। তাঁরা জানিয়েছেন, কাজ শেষ হলেই ফের দক্ষিণেশ্বর-নোয়াপাড়া রুটে মেট্রো চলবে। আপাতত দমদম থেকে কবি সুভাষ পর্যন্ত মেট্রো চলাচল করছে।
আরও পড়ুনঃ একুশের বাংলা নির্বাচনে মহিলা ভোট গুরুত্বপূর্ণ ফ্যাক্টর
বিতর্ক তৈরি হয়েছে উদ্বোধনের ১০ দিনের মাথায় যান্ত্রিক গোলযোগের ঘটনায়। সমস্যায় পড়েছেন এই রুটের যাত্রীরা। তাঁদের অধিকাংশের অভিযোগ, সামনে ভোট তাই অতিরিক্ত তাড়াহুড়ো করা হয়েছে উদ্বোধনের জন্য । সেকারণেই মাত্র দশদিনের মধ্যেই থমকে গেল মেট্রো পরিষেবা।
আরও পড়ুনঃ ‘পশ্চিমবঙ্গকে গ্রেটার বাংলাদেশ বানাতে চাইছে জোট’, বিস্ফোরক মন্তব্য দিলীপের
নোয়াপাড়া থেকে ৪.১৪ কিলোমিটার বর্ধিত রেলপথে শুরু হয় মেট্রোর যাত্রী পরিষেবা। দুই স্টেশনের মাঝে রয়েছে বরাহনগর। দক্ষিণেশ্বর থেকে সড়কপথে যেখানে নিউ গড়িয়া পৌঁছতে আড়াই ঘণ্টা সময় লাগে, সেখানে মেট্রোয় এক ঘণ্টা পাঁচ মিনিটে সেই দূরত্বে পৌঁছে যাচ্ছেন যাত্রীরা। ভাড়াও থাকছে ২৫ টাকাই।
তবে দক্ষিণেশ্বর থেকে মেট্রোয় চড়তে গেলেও স্মার্ট কার্ড বাধ্যতামূলক রয়েছে।। টোকেন চালু হয়নি। দিনে মোট ৭৯ জোড়া ট্রেন এই রুটে চলাচল করছে। এদিকে দক্ষিণেশ্বর থেকে দমদম চলছে আরও তিন জোড়া মেট্রো। প্রথম ট্রেন দক্ষিণেশ্বর থেকে ছাড়ছে সকাল সাতটায় এবং শেষ ট্রেন রাত সাড়ে ন’টায়। কিন্তু এর মাঝেই হঠাৎ করে ব্যাহত হলো এই রুটের পরিষেবা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584