পাত্র আইপিএস তবে দলিত, রাজস্থানের গ্রামের উচ্চবর্ণের নাপসন্দ তাই পুলিশি প্রহরায় শোভাযাত্রা

0
59

নিজস্ব প্রতিবেদন, নিউজ ফ্রন্টঃ

দলিত আবার শোভাযাত্রা নিয়ে বিয়ে করতে যাবে! এমন ঘটনা এখনো মানতে পারে না গ্রামীন রাজস্থানের উচ্চ বর্ণের একটা বড় অংশ। এমন ঘটনায় বিরোধিতা করেন গ্রামের উচ্চ বর্ণের মানুষ এমন নজির কম নেই।

Dalit IPS Officer
সুনীল ধনবন্তা, আইপিএস ছবিঃ ইন্সটাগ্রাম

পরিস্থিতি এমনই যে দলিত আইপিএস আধিকারিককেও স্থানীয় পুলিশের সুরক্ষা নিয়ে তবে শোভাযাত্রা নিয়ে বিয়ের আসরে পৌঁছতে হল। রাজস্থানের জয়সিংপুরা গ্রামের আদি বাসিন্দা আইপিএস সুনীল কুমার ধনবন্তার বিয়েতে এমনটাই হয়েছে বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন কোটপুতলি-র অ্যাডিশনাল এসপি বিদ্যাপ্রকাশ।

২৬ বছর বয়সী ২০২০ সালের মনিপুর ক্যাডারের আইপিএস সুনীল ধনবন্তার আদি বাড়ি রাজস্থানের জয়সিংপুরা গ্রামে। ‘বিন্দৌরি’ অনুষ্ঠানটি তাঁর গ্রামের বাড়িতে আয়োজিত হয়। সেই দিনের অনুষ্ঠানটি পুলিশি নিরাপত্তায় অনুষ্ঠিত হয় এবং তারপরে বাকি অনুষ্ঠানের জন্য তাঁরা হরিয়ানার উদ্দেশ্যে রওনা হন।

আরও পড়ুনঃ কর্ণাটক হিজাব বিতর্কে ইউনিফর্ম নীতি বাতিল করল মাইসোরের বেসরকারি কলেজ ডিডিপিইউ

জয়পুর গ্রামীণের এসপি মনীশ আগরওয়াল বলেন, সুনীল তাঁর বিয়ের এই অনুষ্ঠানের কথা আগে থেকে প্রশাসনকে জানিয়েছিলেন। অবাঞ্ছিত কোন ঘটনা যাতে না ঘটে সে কারণেই তাঁকে পুলিসি নিরাপত্তা দেওয়া হয়।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here