খিদিরপুর-লালপুর সংযোগকারী বেহাল ব্রিজ

0
56

শিবশঙ্কর চ্যাটার্জ্জী, দক্ষিণ দিনাজপুরঃ

দীর্ঘদিন ধরেই অত্যন্ত বেহাল খিদিরপুর এবং লালপুর গ্রামের সংযোগ স্থাপনকারী ব্রিজ দিনাজপুর জেলার বংশীহারী ব্লকের খিদিরপুর এবং লালপুর গ্রামের মাঝে সংযোগ স্থাপনকারী গুরুত্বপূর্ণ ব্রিজের অবস্থা দীর্ঘদিন ধরেই অত্যন্ত বেহাল।

Damage bridge | newsfront.co
বেহাল ব্রিজ। নিজস্ব চিত্র

বহুদিন আগেই ভেঙে পড়েছে ব্রিজের দু’পাশে রেলিং, মাঝ বরাবর বসে গেছে কংক্রিটের গাঁথনি। এদিকে পুরনো এই ব্রিজটি উচ্চতায় নিচু হওয়ার কারণে বর্ষাকালে তা ডুবে যায়।যার ফলে একরকম বন্ধ হয়ে যায় খিদিরপুর এবং লালপুর গ্রামের মধ্যে যোগাযোগ ব্যবস্থা।

Bride damage | newsfront.co
ভঙ্গুর। নিজস্ব চিত্র

আরও পড়ুনঃ তুফানগঞ্জে বিজেপি ছেড়ে তৃনমূলে যোগ

বাসিন্দাদের অভিযোগ নির্বাচন এলেই বিভিন্ন রাজনৈতিক দলগুলি সেতু সংস্কারের প্রতিশ্রুতি দিলেও ভোট পেরোলেই সেসব বেমালুম ভুলে যায় তারা। এছাড়াও বহুদিন ধরে বেহাল অবস্থায় থাকলেও অত্যন্ত ভগ্নপ্রায় এই ব্রিজ মেরামত করার ব্যবস্থা নিচ্ছেনা এলাকার পঞ্চায়েত ও।

এদিকে একরকম নিরুপায় হয়েই প্রত্যহ খিদিরপুর এবং লালপুর এলাকার কয়েক হাজার মানুষ এই ভগ্নপ্রায় ব্রিজের ওপর দিয়ে ঝুঁকিপূর্ণভাবে যাতায়াত করতে বাধ্য হচ্ছে।

বাসিন্দারা জানান রাতের বেলা এই রাস্তা দিয়ে খারাপ ব্রিজের কারণে প্রবেশ করতে পারে না কোন গাড়ি বা অ্যাম্বুলেন্স, ফলে রাত-বিরোতে অত্যন্ত সমস্যায় পড়েন এলাকাবাসীরা।

এই বিষয়ে লালপুর এলাকার স্থানীয় বাসিন্দা ভূপাল সরকার জানান, “প্রায় কুড়ি বছর আগে নির্মাণ হওয়া আমাদের এলাকার এই ব্রিজটি যা বর্তমানে অত্যন্ত খারাপ অবস্থায়, সম্পূর্ণ ব্রিজ বর্তমানে খারাপ অবস্থায় যদিও সব দেখেও নির্বিকার পঞ্চায়েত মেম্বার,আমরা চাই অত্যন্ত দ্রুত মেরামত করা হোক খিদিরপুর ও লালপুর এলাকার সংযোগ ব্রিজটি।”

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here