নিজস্ব সংবাদদাতা,আলিপুরদুয়ারঃ
‘ভোলা নালা’-র ভাঙনে ক্ষতিগ্রস্ত কালচিনির দলসিংপাড়া এলাকার বেশ কয়েকটি পরিবার। প্রতিবছর বর্ষায় হাসিমারা ও দলসিংপাড়া এলাকায় ভয়কর রূপ ধারণ করে এই ভোলা নালা। জানা গেছে, প্রতি বর্ষায় ভোলা নালার জলে হাসিমারা ও তার পার্শ্ববর্তী এলাকায় বন্যা পরিস্থিতির উদ্ভব হয়।
ভোলা নালার ভাঙনে এবছর দলসিংপাড়া স্টেশন লাইন এলাকার বেশ কয়েক জনের জমিও চলে গিয়েছে । চলছে প্রতিনিয়ত ভাঙন। এই ভাঙনে এলাকার বহু জমি ও জমিতে লাগানো মূল্যবান গাছ বিলীন হয়ে গিয়েছে। এলাকার বাসিন্দারা জানিয়েছেন, এই এলাকায় বুনো হাতির উপদ্রব মাত্রাছাড়া। তারা জানিয়েছেন, আগে জমিতে চাষাবাদ করতাম কিন্ত বুনো হাতি এসে সব সাবার করে দিত।
আরও পড়ুনঃ জোড়া বিপর্যয় কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরছে মৌসুনি
তাই চাষাবাদ ছেড়ে আমরা জমিতে বিভিন্ন গাছ লাগাতে শুরু করলাম, সেই গাছ গুলি বড় হলে তা থেকে আমাদের আয় হবে। সেই গাছ গুলোও বড় হয়েছিল কিন্ত ভাগ্যের নিদারুণ পরিহাস এবছর ভোলা নালার ভাঙনে বহু গাছ চলে গেল।
এদিন এই এলাকার বাসিন্দা গোপাল থাপা জানান, “এলাকার পাঁচ জনের জমি ভাঙনের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যেকেরই প্রচুর মূল্যবান গাছ বিলীন হয়ে গিয়েছে। যদি শীঘ্র ভাঙন রোধের ব্যবস্থা না নেওয়া তাহলে বাকি জমি টুকুও ভোলা নালার গর্ভে বিলীন হয়ে যাবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584