হাতির হানায় মেদিনীপুরে ক্ষতিগ্রস্ত ধান

0
58

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

বৃহস্পতিবার ঝাড়গ্রাম জেলার মানিকপাড়া এলাকার দুর্গাপুর দিয়ে কংসাবতী নদী পেরিয়ে প্রায় ৩০ থেকে ৪০টি দাঁতাল হাতি পশ্চিম মেদিনীপুর জেলার মেদিনীপুর সদর ব্লকের মনিদহ অঞ্চলের ফরিদচক, মনিদহ,পলাসিয়া এলাকায় ঢুকে পড়ে।

elephant | newsfrot.co
নিজস্ব চিত্র

রাত্রি দুটো থেকে বৃহস্পতিবার সকাল ছয়টা পর্যন্ত ওই এলাকায় ব্যাপক তাণ্ডব চালায় প্রায় ৩০ থেকে ৪০ টি দাঁতাল হাতি। হাতির গর্জনে গ্রামবাসীদের ঘুম ভেঙে যায় । এলাকায় হাতি ঢুকে পড়েছে বলে গ্রামবাসীরা জানতে পারেন। যার ফলে গ্রামবাসীরা একজোট হয়ে হাতিগুলিকে লোকালয়ে আসতে বাধা দেয় । হাতির দল প্রায় ৫০ থেকে ৬০ বিঘা জমির ধান নষ্ট করে দিয়েছে ৷

আরও পড়ুনঃ ভগবানগোলায় অনুষ্ঠিত হল চুক্তিভিত্তিক বিদ্যুৎকর্মী সমন্বয় মঞ্চের কর্মী সভা

গ্রামবাসীদের সূত্রে জানাযায় বৃহস্পতিবার সকাল ছটা নাগাদ হাতিগুলি মেদিনীপুর ঝাড়গ্রাম বাস রাস্তা পেরিয়ে স্থানীয় জঙ্গলের দিকে যায়। গ্রামবাসীদের আশঙ্কা সন্ধ্যা নাগাদ ফেরওই হাতি গুলি গ্রামে ঢুকে তাণ্ডব চালাতে পারে ।তাই হাতির হামলার আশঙ্কায় রীতিমতো আতঙ্কের মধ্যে রয়েছেন ওই গ্রামবাসীরা । বিষয়টি বন দফতর কে জানানো হয়েছে ।

আরও পড়ুনঃ খেজুরিতে মৎস্যজীবীর জালে কুমির ছানা উদ্ধার

বন দফতরের পক্ষ থেকে হাতি গুলির গতিবিধির ওপর নজর রাখা হয়েছে । সেই সঙ্গে হাতি গুলি যাদের ফসলের ক্ষতি করেছে তাদের ক্ষতিপূরণ দেওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে বন দফতরের পক্ষ থেকে। তবে যেভাবে প্রতিদিন হাতির দল এসে এলাকায় তাণ্ডব চালাচ্ছে তাতে ফসলের ও ঘরবাড়ির যেমন ক্ষতি হচ্ছে তেমনি আতঙ্কের মধ্যে রয়েছেন এলাকার বাসিন্দারা ।তাদের দাবি বন দফতর যেন দ্রুত হাতিগুলিকে অন্যত্র পাঠানোর ব্যবস্থা করে।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here