সিমা পুরকাইত,দক্ষিণ ২৪ পরগনাঃ

কালবৈশাখী ঝড়ে বরদাপুর পাথরপ্রতিমা থানার উত্তর মহেন্দ্রপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতি ব্যাঙ্কের ঘর ভেঙে ক্ষতি হলো কয়েক লক্ষ টাকার।

ঘটনা সুত্রে জানা যায় পাথরপ্রতিমা ব্লকের যে সমস্ত সমবায় সমিতি রয়েছে দিগম্বরপুর গ্রাম পঞ্চায়েতের হাসপাতাল মোড়ে,উত্তর মহেন্দ্রপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতি তাদের মধ্যে অন্যতম।

এই সমবায় সমিতিতে বিগত কয়েক মাস আগে সমবায় আধিকারিক রাজ্য সরকার এম ভি রাওয়ের উদ্যোগে ব্যাঙ্কিং পরিষেবা চালু করা হয়েছে।ব্যাঙ্কের কাউন্টার করার জন্য কাজ হচ্ছিল।তাই ছাদের উপরে একটি এডবেস্টার দেওয়া ঘর ছিল সেখানে ব্যাংকের পরিষেবার কাজ চলছিল।

ছিল ২৩৫ টি গ্রুপের স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের বিভিন্ন কাগজপত্র ও ব্যাঙ্কের কাগজ,ছটি কম্পিউটার এছাড়া অন্যান্য আসবাবপত্র সম্পূর্ণ লন্ডভন্ড হয়ে যায়।ঝড়ের দাপট এতই জোর ছিল যে সমবায় সমিতির ব্যাঙ্কের উপরের ছাদটি ও ভেঙে পড়ে।

আরও পড়ুনঃ শেষ মূহুর্তের প্রচারে কথা দিয়েও এলেন না দেব,বিজয় উৎসব আনার প্রতিশ্রুতি প্রার্থীর

এই ঘটনায় রাম মন্ডল ও সৌমজিত মণ্ডল নামে দুই ব্যক্তি গুরুতর আহত হন।কালবৈশাখীর ঝরে লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানা যাচ্ছে।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584