কোয়ারেন্টাইন সেন্টারে নাচের আসর! প্রকাশ্যে এল সেই ছবি

0
123

মোহনা বিশ্বাস, ওয়েবডেস্কঃ

করোনার কবলে গোটা বিশ্ব। দাপটের সঙ্গে ভারতেও প্রবেশ করেছে করোনা ভাইরাস। কোভিড-১৯-এর সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। করোনায় আক্রান্তের সংখ্যা ক্রমশ বাড়ছে। করোনা রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিকে অথবা উপসর্গ রয়েছে এমন ব্যক্তিকে আলাদা রাখতে বিভিন্ন জায়গায় কোয়ারেন্টাইন সেন্টার খোলা হয়েছে। এবার বিহারের এক কোয়ারেন্টাইন সেন্টারে ঘটল এক লজ্জাজনক ঘটনা।

quarantine | newsfront.co
নাচের আসরের সেই বিতর্কিত চিত্র। ছবিঃ এএনআই

সোমবার রাতে বিহারের সমস্তিপুরা জেলার কারাখ গ্রামের কোয়রান্টিন সেন্টারে নাচের আসর বসানোর অভিযোগ উঠল। কোয়রান্টিন সেন্টার থেকে সংশ্লিষ্ট আধিকারিক বা চিকিৎসকদের অনুমতি ছাড়া যেমন বাইরে বেরনো নিষিদ্ধ, তেমনি অনুমতি ছাড়া সেখানে কেউ ঢুকতেও পারেন না। তা স্বত্ত্বেও নিয়ম ভাঙা হল এই কোয়ারেন্টাইন সেন্টারে। সেখানে মনোরঞ্জনের জন্য বাইরে থেকে নর্তকীদের আনা হয় বলে অভিযোগ।

প্রকাশ্যে এল কোয়ারেন্টাইনের সেই ছবি। সংবাদ সংস্থা এএনআই-এর টুইটার হ্যান্ডলে মঙ্গলবার সেই নাচের আসরের একটি ছবি দেখা যায়। ওই ছবিতে দেখা যাচ্ছে, একটি স্কুলের বিল্ডিংয়ের সামনে তিনজন মহিলা নাচছেন। আলোর ব্যবস্থাও করা হয়েছে নাচ দেখার জন্য। আর সেই নাচের মঞ্চে কয়েকজন বসেও রয়েছেন। এই নাচের আসরের আয়োজন কারা করেছেন, সে বিষয়ে কোনও বিস্তারিত তথ্যের উল্লেখ নেই টুইটে। সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখছেন সমস্তিপুরার অ্যাডিশনাল কালেক্টর। ঘটনাটি সত্যি হলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here