অঞ্জন চট্টোপাধ্যায়, স্পোর্টস ডেস্কঃ
আট মাসের মধ্যে ফের বদল মহামেডান ক্লাবের, ম্যানেজমেন্টে বদলে গেল সভাপতি ও সচিব। আমিরুদ্দিন ববির জায়গায় নতুন সভাপতি হলেন গুলাম আসরফ। অন্যদিকে সচিবপদ থেকে ওয়াসিম আক্রমকে সরানো হল। নতুন সচিব হলেন দানিশ ইকবাল।
আই লিগের মাঝেই এই বদল যে, দলের পারফরম্যান্স প্রভাব ফেলবে সেটা বলাই যায়। আসলে সচিব পদে ওয়াসিম আক্রমের কাজ নিয়ে অসন্তোষ বাড়ছিল ক্লাবের অন্দরে। অভিযোগ, তিনি যেভাবে ক্লাব পরিচালনা করছিলেন, তাতে খুশি ছিলেন না বাকি কর্তারা। সেজন্যই ওয়াসিমকে সরিয়ে দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। তাঁর জায়গায় আসা দানিশ ইকবাল অবশ্য এখন সচিবের দায়িত্ব সামলাবেন। মহামেডান স্পোর্টিং কর্তা মঞ্জর ইকবালের পুত্র এই দানিশ। তিনিও ওয়াসিমের মতো বয়সে তরুণ। নতুন মুখের ওপরেই ফের ভরসা রাখল ময়দানের শতাব্দী প্রাচীন ক্লাব।
আরও পড়ুনঃ ব্রিটিশ শাসনে চেন্নাই টেস্ট জেতা অনিশ্চিত ভারতের
যদিও সভাপতি পদ থেকে সরে দাঁড়ালেন আমিরুদ্দিন ববি। মহামেডান স্পোর্টিং সভাপতি ছাড়াও কলকাতা পুরসভার বরো চেয়ারম্যান ছিলেন ববি। সামনেই বিধানসভা নির্বাচন সেই নির্বাচনের জন্যই ক্লাবের সভাপতি পদ থেকেই সরে দাঁড়ালেন আমিরুদ্দিন বলে খবর। কোষাধক্ষ পদে শাহিদ রসিদের জায়গায় আসছেন মহম্মদ আক্রম আর মাঠ সচিবের পদে গজল জাফরের জায়গায় ফারহান আহমেদ নতুন মাঠ সচিব। এছাড়া দীর্ঘ দিনের সিনিয়র কর্তা কামারুদ্দিন হলেন নতুন সহ সভাপতি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584