কুৎসা নয় উন্নয়নকে হাতিয়ার করেই ভোটে জিততে চান দাঁতনের তৃণমূল প্রার্থী

0
104

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ

সোমবার খড়্গপুর মহকুমা শাসকের কার্যালয়ে এসে মনোনয়নপত্র জমা দিলেন পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিক্রম প্রধান। মনোনয়নপত্র জমা দেওয়ার সময় তার সাথে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের নেতা প্রদীপ পাত্র ও শৈবাল গিরি।

Bikram Pradhan | newsfront.co
তৃণমূল প্রার্থী বিক্রম প্রধান। নিজস্ব চিত্র

মনোনয়নপত্র জমা দেওয়ার পর দাঁতন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিক্রম প্রধান বলেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিতীয়বারের জন্য আমাকে দাঁতন বিধানসভা কেন্দ্রে প্রার্থী করেছে। দাঁতনের মানুষ গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের ভোটাধিকার প্রয়োগ করে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হিসেবে আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।

তিনি বলেন, কোনো দলের বিরুদ্ধে ও প্রার্থীর বিরুদ্ধে কুৎসা অপপ্রচার করব না। গত দশ বছর রাজ্যের মা মাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্য যেসব উন্নয়নমূলক প্রকল্পের কাজ করেছে সেই সকল উন্নয়নমূলক প্রকল্পের কাজের খতিয়ান তুলে ধরে তিনি প্রচার করবেন বলে জানান। সেই সঙ্গে তিনি বলেন ২০১৬ সাল থেকে ২০২১ সাল পর্যন্ত দাঁতন বিধানসভা এলাকায় তিনি কি কি উন্নয়ন মূলক কাজ করেছেন বিধায়ক হিসেবে তা মানুষের কাছে তুলে ধরবেন।

আরও পড়ুনঃ পদ্মে পা রাখলেন সিঙ্গুরের মাষ্টার মশাই, মালদহ জেলাপরিষদ হাতছাড়া হল তৃণমূলের

কারণ মানুষ শান্তি,উন্নয়ন চায়। যে শান্তি ও উন্নয়ন বাংলায় প্রতিষ্ঠা করেছেন মমতা বন্দোপাধ্যায়। তা অব্যাহত রাখার জন্য দাঁতন বিধানসভা এলাকার মানুষ এবারেও তৃণমূল কংগ্রেসের প্রার্থী কে ভোট দিয়ে নির্বাচিত করবেন। সেই সঙ্গে তিনি বলেন কুৎসা অপপ্রচার করে বিজেপি ও বাম কংগ্রেস জোট মানুষকে ভুল বোঝানোর কাজ শুরু করেছে।

আরও পড়ুনঃ জেলা পরিষদের কর্মাধ্যক্ষের পদ থেকে ইস্তফা বিজেপি প্রার্থী অমূল্য মাইতির

কিন্তু দাঁতনের শান্তিপ্রিয় মানুষ তাদের উপযুক্ত জবাব দেবেন। কারণ তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর দাঁতন বিধানসভা কেন্দ্রের যে উন্নয়ন হয়েছে তা এর আগে কোনও দিন হয়নি। তাই দাঁতন বিধানসভা এলাকার মানুষ তৃণমূল কংগ্রেসের সাথে রয়েছে,আগামী দিনেও থাকবে। তাই তিনি তার জয়ের ব্যাপারে আশাবাদী বলেও জানান। দাঁতন বিধানসভা এলাকার প্রতিটি মানুষের কাছে গিয়ে তিনি তৃণমূল কংগ্রেসকে তৃতীয়বার ক্ষমতায় আনার জন্য আবেদন জানাবেন বলে এদিন জানান।

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here