আলোচনার পরেও কার্যত সুরাহা মিলল না দাড়িভিটায়

0
95

নিজস্ব সংবাদদাতা,ইসলামপুরঃ

দাড়িভিট হাইস্কুল চালু করতে প্রশাসনিক উদ্যোগ গ্রহন করলেও প্রশাসনিক সভায় এলেন না ছাত্রের অবিভাবকরা।এদিকে ২৬ সেপ্টেম্বরে বিজেপি ডাকা বনধের দিনে দাড়িভিট স্কুল না খোলায় জেলা বিদ্যালয় পরিদর্শক প্রধান শিক্ষককে শো কজ করলে।আগামী ৩১ অক্টোবরের মধ্যে শো-কজের জবাব দেবার নির্দেশ দেওয়া হয়েছে।

নিজস্ব চিত্র

গত ২০ সেপ্টেম্বর ইসলামপুর ব্লকের দাড়িভিট হাইস্কুলে গুলিবিদ্ধ হয়ে রাজেশ সরকার এবং তাপস বর্মনের মৃত্যু হয়।এই ঘটনার রাজ্য রাজনীতি উত্তাল হয়ে ওঠে।২৬ সেপ্টেম্বর ছাত্র মৃত্যুর প্রতিবাদে বাংলা বনধের ডাক দিয়েছিল বিজেপি।সি বি আই তদন্তের দাবিতে অনড় মৃতের পরিবার।বনধের দিনে স্কুল স্বাভাবিক রাখার নির্দেশ দিয়েছিল সরকার।সরকারি নির্দেশ সত্বেও দাড়িভিট স্কুলের শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত হন নি।ঘটনার সি বি আই তদন্ত না হওয়া পর্যন্ত আজও স্কুল খুলতে দেয় নি মৃতের পরিবার।দীর্ঘদিন স্কুল বন্ধ থাকায় ছাত্র ছাত্রীদের পঠন পঠনে ব্যপক ক্ষতির মুখে পড়েছে।বর্তমানে পূজার ছুটি রয়েছে।এই ছুটির শেষ হতেই স্কুলে পঠন পাঠন চালু করতে উদোগ নিল জেলা প্রশাসন।

দারিভিটায় আলোচনাঃ

আজ ইসলামপুর বিডিও অফিসে অবিভাবক,শিক্ষক,পরিচালন সমিতি কে নিয়ে বৈঠক করলেন জেলা বিদ্যালয় পরিদর্শক।অবিভাবকদের বৈঠকে হাজির হবার আহ্বান জানিয়ে দাড়িভিট এলাকায় মাইকে প্রচার করা হয়েছিল।প্রশাসনের উদ্যোগ কার্যত ব্যর্থ হল।বৈঠকে বিদ্যালয় পরিচালন সমিতি,শিক্ষকরা উপস্থিত হলেও যাদের নিয়ে এই বৈঠক সেই অবিভাবকরাই বৈঠকে উপস্থিত না হওয়ায় প্রশাসনিকভাবে কোন সিদ্ধান্তে আসতে পারলেন না জেলা বিদ্যালয় পরিদর্শক।শিক্ষকদের শো কোজ প্রসঙ্গে মুখ খুলতে চাইলেন না বিদ্যালয়ের প্রধান শিক্ষক অভিজিৎ কুন্ডু।

আরও পড়ুনঃ আইপিএস ছেলের অধীনে কাজে গর্ব কনেস্টবল বাবার

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here