নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ারঃ
অবশেষে ভোট দিলেন দশরথ তিরকি।কুমারগ্ৰাম চা বাগানের প্রাথমিক বিদ্যালয়ে ১০/৩৯ নং বুথের ইভিএম মেশিন মকপোলের পর খারাপ হয়ে যায়।মেশিন বিভ্রাটের কারণে সকাল সকাল নিজের বুথে এসেও ভোট দিতে পারেননি দশরথ তিরকি।ক্ষুব্ধ দশরথবাবু সেক্টর অফিসারের কাছে অভিযোগ জানান।
পরে বিডিও অফিস থেকে টেকনিশিয়ান এসে প্রায় ৪০ মিনিট পর মেশিন ঠিক করেন এবং ভোট গ্রহন শুরু হয়। সকাল সাড়ে ছয়টা থেকে ভোটারদের লম্বা লাইন পড়ে।
রোদে দাঁড়িয়ে থেকে ভোটারদের অনেকেই বিরক্ত হন।দশরথ তিরকি নিজেও উদ্বেগ প্রকাশ করে বলেন, ইভিএম মেশিন নট রেসপন্ডিং দেখাচ্ছে।অনেক বয়স্ক ভোটার লাইনে দাঁড়িয়ে আছেন।
আরও পড়ুনঃ সাতপুকুরিয়ায় ভোট দিতে না দেওয়ার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে
এরপর তিনি পাশের নিউল্যান্ডস চা বাগানে ভোটের পরিবেশ পরিস্থিতি দেখতে চলে যান।মেশিন ঠিক হলে ফিরে এসে নিজের ভোট দিয়ে বলেন,ভালোভাবে ভোট দিয়েছি।এবারে নাগরাকাটায় যাবো।দিনভর সমস্ত জায়গায় ঘুরে ঘুরে পরিবেশ পরিস্থিতি দেখবেন।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584