নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুরের বাসিন্দা এক যুবকের শরীরে মিললো করোনা পজিটিভ। বর্তমানে তিনি মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গেছে, ওই যুবক মহারাষ্ট্রের মুম্বাই শহরে সোনার কারিগর হিসাবে কাজ করতো ।গত ২২ মার্চ ওই যুবক মুম্বাই থেকে দাসপুরের বাড়িতে আসে। বাড়িতে আসার পর ৩২ বছর বয়সী ওই যুবক এর জ্বর সর্দি কাশি ও গলা ব্যাথার উপসর্গ দেখা যায়। এরপর ওই যুবককে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।
আরও পড়ুনঃ আরও ৩ আক্রান্ত, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২৬
ওই যুবক করোনা আক্রান্ত বলে সন্দেহ করে তাকে মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আইসলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেই সঙ্গে ওই যুবকের লালা রসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। ৩০ মার্চ সোমবার সন্ধ্যায় ওই যুবকের নমুনা পাঠানো হয়। রিপোর্টে পজিটিভ আসে।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে মেদিনীপুর শহরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। সেই সঙ্গে ওই যুবক কার কার সঙ্গে দেখা করে ছিলো এবং কথা বলে ছিল তাদের খোঁজ শুরু করেছে জেলা স্বাস্থ্য দফতর।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584