নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুরঃ
পশ্চিম মেদিনীপুর জেলার দাসপুর এক নম্বর ব্লকের বড়ামারা এলাকায় এক্স জমিদারি বাঁধ বুধবার গভীর রাতে ভেঙে যায়। যার ফলে বড়ামারা, সীমানা, হাজরা কুন্ডু সহ বেশ কয়েকটি গ্রাম শিলাবতী নদীর জলে প্লাবিত হয়েছে। দাসপুর এক নম্বর ব্লকের বিডিও বিকাশ নস্কর বলেন, বহু চেষ্টা করেও নিজ নাড়াজোল গ্রাম পঞ্চায়েত এলাকায় বড়ামারাতে এক্স জমিদারি বাঁধে ফাটল মেরামত করা সম্ভব হয়নি।
গ্রামবাসীরা রাত জেগে বাঁধ মেরামতের কাজ করলেও জলের গতিবেগ বেশি থাকায় বাঁধটি ভেঙে যায়। যার ফলে বুধবার গভীর রাতে ওই এলাকার বেশ কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। বেশকিছু মাটির বাড়িতে জল ঢুকেছে, ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে।
আরও পড়ুনঃ ঝুলন্ত মৃতদেহ উদ্ধার
আমন ধানের চাষ সম্পূর্ণ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা করছেন তিনি। তিনি বলেন দুর্গত মানুষদের সমস্ত রকমের সাহায্য করা হবে এবং ওই এলাকার গ্রামবাসীদের যাতায়াতের জন্য বৃহস্পতিবার নৌকা নামানো হয় বলে তিনি জানান। তবে আচমকা গভীর রাতে বাঁধ ভেঙে বন্যায় প্লাবিত হওয়ার ফলে ওই এলাকার মানুষেরা একেবারেই অসহায় অবস্থার মধ্যে রয়েছেন।
বিডিও বিকাশ নস্কর বলেন, “ব্লক প্রশাসনের পক্ষ থেকে দুর্গত মানুষদের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। যদি প্রয়োজন হয় তাহলে দুর্গত মানুষদের ত্রান শিবিরে রাখার ব্যবস্থা করা হবে।”
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584