নিজস্ব সংবাদদাতা, ওয়েব ডেস্কঃ
রাফাল ফাইটার জেট নির্মাতা সংস্থা ফ্রান্সের দাসো অ্যাভিয়েশনের সঙ্গে ৩৬টি রাফাল যুদ্ধবিমান কেনার চুক্তি হয় ভারতের। তার মধ্যে প্রথম কিস্তির পাঁচটি রাফাল চলে এসেছে দেশে। কিন্তু রাফাল নির্মাতা দাসো, চুক্তির শর্ত পুরোপুরি মানেনি অভিযোগ তুললো সিএজি।

সংসদের বাদল অধিবেশনে সিএজি-র তরফে জানানো হয়, দাসো অ্যাভিয়েশন ও এমবিডিএ চুক্তি করেছিল রাফাল যুদ্ধবিমানের পাশাপাশি প্রযুক্তি দিয়েও সাহায্য করবে ভারতের প্রতিরক্ষা বিষয়ক গবেষণা সংস্থা ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনকে (ডিআরডিও)। কিন্তু সেই চুক্তির শর্ত তারা পালন করেনি।
রাফাল-চুক্তি প্রসঙ্গে সিএজি তার রিপোর্টে জানিয়েছে, সব বিদেশি সংস্থাই চুক্তি করার সময় বিভিন্ন প্রস্তাব দিয়ে থাকে। দেশীয় সংস্থার সঙ্গে চুক্তি হওয়ার আগে তাদের প্রযুক্তি ও উন্নত সংস্করণ নিয়ে নানারকম আলোচনা হয়। চুক্তি হয়ে যাওয়ার পরে আর সে বিষয়ে বিশেষ দায়বদ্ধতা দেখা যায় না।
আরও পড়ুনঃ প্রয়াত করোনা আক্রান্ত কেন্দ্রীয় রেল প্রতিমন্ত্রী সুরেশ অঙ্গাদি
দাসো অ্যাভিয়েশনের ক্ষেত্রেও তাই হচ্ছে বলে অভিযোগ সিএজি-র। ডিআরডিও তাদের তৈরি লাইট কমব্যাট এয়ারক্রাফ্টের জন্য কাবেরী ইঞ্জিন তৈরির ব্যাপারে প্রযুক্তিগত সাহায্য চেয়েছিল দাসোর কাছে। কিন্তু এখনও অবধি সেই টেকনোলজি ভারতকে দেয়নি ফরাসি যুদ্ধবিমান নির্মাতা সংস্থা।
আরও পড়ুনঃ ফেসবুক ইন্ডিয়ার আবেদন মেনে বাড়ল হলফনামা দেওয়ার সময়সীমা
সিএজি-র দাবি, প্রতিরক্ষা মন্ত্রক আরও একবার সেই চুক্তির শর্ত মিলিয়ে দেখুক। কীভাবে বিদেশি সংস্থা তাদের দায় এড়াচ্ছে সেটা বিবেচনা করা দরকার।
প্রসঙ্গত উল্লেখ্য এই রাফাল চুক্তিতে অনীল আম্বানির সংস্থাকে বরাত পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল মোদী সরকারের বিরুদ্ধে। রাফাল-চুক্তিতে দুর্নীতির অভিযোগ তুলে সরব হয়েছিলেন রাহুল গান্ধী ও অন্যান্য বিরোধী দল।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584