এসবিআই গ্ৰাহকদের তথ্যভান্ডার ফাঁস!

0
111

ওয়েবডেস্কঃ তথ্য প্রযুক্তি সংক্রান্ত খবর প্রকাশক বিখ্যাত মার্কিন সংস্থা “টেকক্রাঞ্চ” সূত্রের খবর , মুম্বাইয়ের একটি আঞ্চলিক ডাটা সেন্টারে ভারত সরকার অনুমোদিত স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গ্রাহকদের ব্যাংক একাউন্টের তথ্য কোনো পাসওয়ার্ড ছাড়াই প্রায় দুমাস অসুরক্ষিত অবস্থায় ছিল ।

সাইনি নামক এক সাইবার বিশেষজ্ঞ টেকক্রাঞ্চকে জানিয়েছে তিনি রিয়েল টাইম এর জন্য মুম্বাইয়ের ওই ডাটা সেন্টারের এসবিআই গ্রাহকদের তথ্য পেয়েছেন । তাঁর অভিযোগ আরো নিশ্চিত করতে সাইনি জানান গত সোমবারই প্রায় ৩০ লক্ষ মেসেজ করেছেন গ্রাহকরা ।

মূলত, এসবিআই কুইক পরিষেবা ব্যবহারকারী গ্রাহকদের ব্যাংক ব্যালান্স ,শেষ কয়েকটা ট্রানজেকশনের  বিবরণ এবং সেই ট্রানজেকশন সংক্রান্ত যাবতীয় নথি সম্পূর্ণ পাসওয়ার্ড ছাড়াই ছিল । টেক্সট মেসেজ বা মিসড কল রিকুয়েস্ট এর মাধ্যমে এই এস বি আই কুইক পরিষেবাটির মাধ্যমে গ্রাহকরা তাদের ব্যাঙ্ক ব্যালেন্স জানতে করতে পারেন ।

সাইবার বিশেষজ্ঞদের অভিমত হ্যাকাররা ইতিমধ্যেই হয়তো হানা দিতে পারেন মোটা অংকের ব্যাংক একাউন্ট গুলিতে। সারা দেশের প্রায় ৫০ কোটি এসবিআই গ্রাহক এর ব্যাংক অ্যাকাউন্ট আপাতত নিরাপত্তাহীনতায় এমনটাই আশঙ্কা টেকক্রাঞ্চ সূত্রে।

(ছবি সৌজন্যে-TechCrunch)

নিউজফ্রন্ট এর ফেসবুক পেজে লাইক দিতে এখানে ক্লিক করুন
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here