নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুরঃ
পৃথিবী রোগাক্রান্ত। প্রতিটা মুহূর্তে মৃত্যু ধেয়ে আসছে। তবুও জীবনের তোয়াক্কা না করে, সঙ্কটময় জীবনকে বাজি রেখে এগিয়ে চলেছেন, ভুলে গেছেন নিজের পরিবার কাকে বলে, দু চোখ ক্লান্ত, তারপরেও একটু সুস্থতা দেখার জন্য লড়াই করছেন। মঙ্গলবার আন্তর্জাতিক নার্সিং দিবস।
আধুনিক নার্সিং সেবার অগ্রদূত ফ্লোরেন্স নাইটিঙ্গেল আজকের দিনে জন্মগ্রহণ করেন। তাই আজ দাঁতন তৃণমূল ছাত্র পরিষদের উদ্দ্যোগে পশ্চিম মেদিনীপুর জেলা যুব তৃণমূল কংগ্রেসের সহ-সভাপতি মনিশঙ্কর মিশ্রর সহযোগিতায় পালিত হলো বিশ্ব নার্সিং দিবস।
আরও পড়ুনঃ আজ রাত ৮টায় ফের জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী
এই দিনটিতে দাঁতন গ্রামীণ হাসপাতালের সমস্ত নার্স কর্মী সহ হাসপাতালের সমস্ত স্বাস্থ্য কর্মীদেরকে সংবর্ধনা জানায় পশ্চিম মেদিনীপুর জেলার দাঁতন ভট্টর কলেজ তৃণমূল ছাত্র পরিষদ। বিশ্ব যে ভয়াবহ পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন এই চিকিৎসা কর্মীরা। উপস্থিত ছিলেন দাঁতন গ্রামীণ হাসপাতালের সমস্ত চিকিৎসা কর্মীবৃন্দ। তৃণমূল ছাত্র পরিষদের সমস্ত সদস্য ও সদস্যরাও।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584