ওয়েব ডেস্ক, নিউজফ্রন্টঃ
আগামী ৩০ শে জুন পর্যন্ত প্যান ও আধার কার্ডের সংযুক্তিকরণের সময়সীমা বাড়াল কেন্দ্রীয় সরকার।
এর আগে একাধিকবার এই সময়সীমা বৃদ্ধি করা হয়। আজ ছিল তার শেষ দিন।
Date for issue of notice under section 148 of Income-tax Act,1961, passing of consequential order for direction issued by the Dispute Resolution Panel (DRP) & processing of equalisation levy statements also extended to 30th April, 2021.(2/2)
— Income Tax India (@IncomeTaxIndia) March 31, 2021
সম্প্রতি লোকসভায় পাশ হয়েছে আর্থিক বিল ২০২১। তাতে বলা হয়েছে ৩১ মার্চ ২০২১ এর মধ্যে আধার ও প্যান কার্ডের সংযুক্তিকরণ সম্পন্ন করতে হবে। তা না হলে গুনতে হবে ১০০০ টাকা জরিমানা।এমনকি আয়কর দপ্তরের তরফে জানানো হয়েছিল যে এই সংযুক্তিকরণ না করলে অকেজো হয়ে যাবে প্যান কার্ড।
কিন্তু সেই অবস্থান থেকে পিছিয়ে এসে ফের সংযুক্তিকরণের সময়সীমা বৃদ্ধি করা হল। আয়কর দপ্তর সূত্রে জানা গেছে যে করোনা অতিমারির কারণেই এই সময়সীমা বৃদ্ধি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584