নিজস্ব সংবাদদাতা, পূর্ব মেদিনীপুরঃ
বৌমার বিয়ে দিল শ্বশুর। এমন ঘটনা সচরাচর দেখা যায় না। এমন নজিরবিহীন ঘটনার সাক্ষী রইলো এলাকাবাসী।
সোমবার রাতে পূর্ব মেদিনীপুর জেলার পাঁশকুড়ার ভবতারিণীর মন্দিরে এমন চিত্র ধরা পড়ল।
পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ব্লকে বাড়জিশুয়া গ্রামের অমিত মাইতি গত ২০১৮ সালের ডিসেম্বর মাসে মহীশুর থেকে মহীশুর হাওড়া এক্সপ্রেসে কাজ সেরে বাড়ী ফেরার পথে ভুবনেশ্বরে ট্রেনেই মৃত্যু হয় তাঁর। তারপর প্রায় সাত মাস নিজের মেয়ের মতোই মুকুন্দ মাইতি বৌমাকে বাড়ীতে রেখেছিলেন।
অবশেষে নিজ উদ্যোগে পাঁডকুড়া ব্লকের শ্যামসুন্দরপুর পাটনা এলাকার বাসিন্দা স্বপন মাইতির সঙ্গে তার বৌমার বিয়ে দিলেন মুকুন্দ মাইতি।
এদিন পাঁশকুড়ার ভবতারিনী মন্দিরে এই বিয়ে উপলক্ষে বৌভাত হল। মেনুতে মাছ মাংস চিংড়ি পোস্ত থেকে দই মিষ্টি সবই ছিল। চারিদিকে আলোর রোশনাই। চোখের জলে বৌমাকে বিদায় দিলেন মুকুন্দ বাবু।
আরও পড়ুনঃ রাজ্য ব্যাডমিন্টনে রায়গঞ্জের অয়ন দুই বিভাগেই রানার্স
যদিও বৌমা উমা মাইতি বলেন, উনি আমার শ্বশুর মশাই নয় স্বয়ং আমার বাবা। নিজের মেয়ের ভালোবাসায় ভরিয়ে দিয়েছিলেন। এই দিনেগুলোর কথা আমি কখনোই ভুলবো না। এক সময় যখন দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিল নিজের মেয়ের মতন আমায় আগলে রেখেছিল সাহস জুগিয়েছিল প্রেরণা জাগিয়েছিল। নতুন চলার পথে সঙ্গী সাথে পথ চলা শুরু করল উমা।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584