বিশ্বজিৎ সরকার,দার্জিলিংঃ
বৃহস্পতিবার শিলিগুড়ির পানিট্যাঙ্কি মোড় ট্রাফিক গার্ডের এক সিভিক ভলেন্টিয়ারকে চড় মারার অভিযোগ উঠল বিধায়কের মেয়ের বিরুদ্ধে।যদিও পাল্টা বিধায়কের মেয়ের অভিযোগ তাকে গালিগালাজ করেছেন ট্রাফিক পুলিশ কর্মী।জানা গিয়েছে যে এদিন লাল আলো থাকা সত্ত্বেও ট্রাফিক নিয়ম না মেনে গাড়ির নিয়ে যাবার কারণে গাড়ি দাঁড় করাতে বলা হয়।
এরপরেই বাধে ট্রাফিক কর্মীর সাথে বচসা এবং সেই সময় নিজেকে বিধায়কের মেয়ে বলে পরিচয় দিয়ে পুলিশের গালে চড় মারেন মহিলা, এমনটাই অভিযোগ সিভিক ভলেন্টিয়ারের।
আরও পড়ুনঃ ফেসবুকের সাহায্য নিয়ে মানসিক ভারসাম্যহীন ব্যক্তিকে বাড়ি ফেরালেন সিভিক পুলিশ
যদিও সেই সময় মহিলা পুলিশ কর্মী না থাকায় মহিলাকে ধরা যায়নি বলে জানা গিয়েছে।তবে এই ঘটনায় ক্ষুব্ধ শিলিগুড়ির কর্তব্যরত ট্রাফিক পুলিশ কর্মীরা।তবে ভিডিও ফুটেজ থেকে মহিলাকে চিহ্নিত করে পুলিশ।যদিও গোটা ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584