ওয়েব ডেস্ক, নিউজ ফ্রন্ট:
প্রয়াত হলেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের পথিকৃৎ ও প্রথম কৃষ্ণাঙ্গ প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলার ছোট মেয়ে জিন্দজি ম্যান্ডেলা। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৯ বছর।
সংবাদ সংস্থা এসএবিসি সুত্রে জানা গেছে যে সোমবার সকালে জোহনাসবার্গের এক হাসপাতালে তাঁর মৃত্যু হয়। তবে তাঁর মৃত্যুর কারণ এখনও জানা যায়নি। মৃত্যুর আগে পর্যন্ত তিনি ডেনমার্কের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করে আসছিলেন।
তাঁর মৃত্যুতে দেশের প্রেসিডেন্ট সিরিল রামাফোসা দুঃখ প্রকাশ করে ম্যান্ডেলা পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।
I offer my deep condolences to the Mandela family as we mourn the passing of a fearless political activist who was a leader in her own right. Our sadness is compounded by this loss being visited upon us just days before the world marks the birthday of the great Nelson Mandela. pic.twitter.com/RC0YQ6VEvf
— Cyril Ramaphosa 🇿🇦 #StaySafe (@CyrilRamaphosa) July 13, 2020
বর্ণবাদবিরোধী আন্দোলনের নেত্রী তথা নেলসন ম্যান্ডেলার দ্বিতীয় স্ত্রী উইনি মাদিকিজেলা ম্যান্ডেলার গর্ভের সন্তান ছিলেন জিন্দজি।
দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদবিরোধী আন্দোলনের ফলে ওয়েস্টার্ন কেপের রবেন দ্বীপের কারাগারে প্রায় ১৮ বছর বন্দি ছিলেন নেলসন ম্যান্ডেলা। সেই সময় ব্যাপক হয়রানি ও হুমকি সহ্য করতে হয় ম্যান্ডেলা পরিবারকে।
আরও পড়ুন:করোনাকে গুজব ভেবে ‘কভিড১৯ পার্টি’তে অংশগ্রহণ,মৃত যুবক
১৯৮৫ সালে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট পি ডব্লিউ বোথা নেলসন ম্যান্ডেলাকে শর্তসাপেক্ষে বন্দিদশা থেকে মুক্তির প্রস্তাব দিলে নেলসন ম্যান্ডেলা কারাগার থেকে পত্র পাঠিয়ে মুক্তির প্রস্তাব প্রত্যাখান করেন। বর্ণবাদবিরোধী জনসমাবেশে বাবার ওই প্রত্যাখ্যানপত্র পাঠ করে বিশ্বব্যাপী প্রথম পরিচিতি পেয়েছিলেন জিন্দজি।
WhatsApp এ নিউজ পেতে জয়েন করুন আমাদের WhatsApp গ্রুপে
আপনার মতামত বা নিউজ পাঠান এই নম্বরে : +91 94745 60584